গ্লোবাল ভয়েসেস নিউজট্রাস্ট এর সাথে অংশীদারীত্বে যাচ্ছে

গ্লোবাল ভয়েসেস এর মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকার টীম (মেনা) নিউজট্রাস্টের সাথে অংশিদারীত্বে যাচ্ছে। নিউজট্রাস্ট ওয়েবে মান সম্পন্ন সাংবাদিকতার মূল্যায়ন করার একটা বিশেষ সংস্থা হিসেবে আজ ১২ মে থেকে সংবাদ সংগ্রহ শুরু করবে।

এই অনুষ্ঠান মে ১৬ পর্যন্ত চলবে এবং এখানে আমরা পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজট্রাস্টের এর বিশেষ আয়োজন মধ্য প্রাচ্য পাতায় আমাদের মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকার প্রতিনিধিত্ব মূল্যায়ন করার জন্য। এর সাথে থাকবে বৈশ্বিক ব্যাপারে আমেরিকার অগ্রজ থিংকট্যাঙ্ক কাউন্সিল ফর ফরেন রিলেসন্স (বৈদেশিক সম্পর্কের কাউন্সিল) এর আর্টিকেল ও বিষয়বস্তু, আর লিঙ্ক টিভি যারা পৃথিবীর বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দর্শকদের যুক্ত, শিক্ষিত আর উদ্বুদ্ধ করার চেষ্টা করে তাদের বিষয়বস্তু।

এই সপ্তাহে নিউজট্রাস্টের মূল বিষয় হচ্ছে মধ্য প্রাচ্য, বিশেষ করে ইজরায়েল-প্যালেস্টাইনী সংঘাত আর আমাদের লক্ষ্য হচ্ছে এই জটিল বিষয়ের উপর মান সম্পন্ন সাংবাদিকতাকে তুলে ধরা যা শুধু মধ্য প্রাচ্য না বরং সারা পৃথিবীতে দাগ কাটছে। এই অংশীদারিত্বের সময়টি গুরুত্বপূর্ণ কারন এখন ইজরায়েলের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, যা অনেক আরব আল নাকবা বা চরম বিপর্যয় বলে। এটি তাদের মধ্যেকার সংঘাতের গভীরতার কথাই বলে। ইরাক আর লেবানন তাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে যখন এই এলাকা পৃথিবী ব্যাপী শিরোনাম হচ্ছে।

এই অংশিদারীত্বের লক্ষ্য হল আমাদের পাঠক আর বাদবাকি অনলাইন গোষ্ঠীকে নিউজট্রাস্ট এর পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে আমাদের লেখা পরখ করার সুযোগ দেয়া, যার ফলে এই এলাকার ব্লগার আর সিটিজেন সাংবাদিকদের আওয়াজ আরও জোরালো হয়। রিভিউয়াররা প্রত্যেকটি আর্টিকেল মূল্যায়ন করতে পারবেন মূল সাংবাদিকতার গুন যেমন সততা, সাক্ষ্য সূত্র আর বিষয়ের দিকে লক্ষ্য রেখে। আমরা যারা গ্লোবাল ভয়েসেসে আছি এটা তাদের জন্য একটা বড় সুযোগ কাজ দেখানোর যে মধ্য প্রাচ্যের ব্লগারদের কণ্ঠ কিভাবে আমরা তুলে ধরছি।

এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজট্রাস্ট এর সাইটে রেজিস্টার করতে আর আমাদের আর অন্যান্য যা এই মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকা সপ্তাহে এখানে তুলে ধরা হবে সেই সব আর্টিকেলের ব্যাপারে আপনাদের মতামত দিতে। এই ব্যাপারে তাড়াতাড়ি গল্প জমা দিতে নজর রাখবেন যাতে নিউজট্রাস্টের বুকমার্কলেট থাকে। একবার রেজিস্টার করলে যতদিন খুশি আপনি নিউজট্রাস্টের একজন রিভিউয়ার হতে পারেন।

আমরা আপনার গঠনমূলক সমালোচনার অপেক্ষায় থাকলাম।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .