১৫ মে প্যালেস্টাইনের জন্য ব্লগিং

আজ ১৫ মে, ২০০৮ হচ্ছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বর্তমান ইজরায়েল রাষ্ট্র তৈরির নকবা দিবস বা স্মরণের ৬০তম বার্ষিকী। অবশ্য ইজরায়েলের কাছে দিনটি তাদের স্বাধীনতার ৬০তম বার্ষিকী। ফিলিস্তিনি ব্লগাররা ফিলিস্তিনি দিবস হিসেবে দিনটিকে চিহ্নিত করছে।

জা৩টার, এই উদ্যোগের সংগঠক, এই দিনটি পালনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেছেন তার লেখায়:

সুহৃদ,

মে ১৫ , ফিলিস্তিনি নকবা দিবস বা স্মরণের ৬০ তম বার্ষিকী, যা বর্তমান আধুনিক প্যালেস্টাইনের ভয়াবহ দুর্দশা ও দুর্গতির জন্য দায়ী। এই দিনটি প্রতি বছর স্থানীয় ভাবে, আঞ্চলিক ভাবে এবং সারা বিশ্বে পালন করা হয়।

আমি আশা করি বিভিন্ন ব্লগ এই দুঃখজনক ঘটনাটিকে স্মরণ করে কিছু লেখা উৎসর্গ করবে। “র্জডান দিবস” পালনের উদ্যোগের সাফল্য থেকে আমি অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিক ভাবে সকল ব্লগারকে উৎসাহিত করবো আগামী বৃহস্পতিবার, ১৫ মে প্যালেস্টাইন অথবা ফিলিস্তিনিদের অভিজ্ঞতা নিয়ে সবাই একটি করে লেখা উৎসর্গ করবেন।

আপনি যে কোন ভাষায় যা খুশি তাই লিখতে পারেন, এ বিষয়ে কোন সীমাবদ্ধতা নেই। আসলে, আলোচনা যে কোন বিষয়ে হতে পারে, যেমন প্যালেস্টাইন, ফিলিস্তিনিদের নিয়ে, তাদের অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ নিয়ে, তাদের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক যে কোন বিষয়ের লেখাই স্বাগতম। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে আমাদের চিন্তার ভাগাভাগি করা এবং প্যালেস্টাইনের বর্তমান অবস্থা নিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। আশা করি, সবার সমর্থনে এই উদ্যোগটি একটি উল্লেখযোগ্য বিষয় হবে যা মূলধারার প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে (বিশেষ করে পশ্চিমা প্রচার মাধ্যমগুলো প্যালেস্টাইনের পরিস্থিতি নিয়ে ইচ্ছাকৃত ভাবে এবং ভুল ভাবে তথ্য পরিবেশন করে)

ব্রুইজড আর্থ সহযোগি ব্লগারদের এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে:

১৫ মে কে দ্রুততার সাথে সবাইকে পরিচিত করা উচিত। এই দিনটি প্যালেস্টাইনের নকবা স্মরণের ৬০ তম বার্ষিকী উদযাপনের। এটি একটি চমৎকার উদ্যোগ প্রতিটি ওয়েব এবং ব্লগে প্যালেস্টাইন নিয়ে ব্লগিং করার, যা প্যালেস্টাইন এবং ফিলিস্তিনিদের বিষয়ে যে কোন লেখার মাধ্যমে হতে পারে। এটি চমৎকার একটি সুযোগ অনলাইন আন্দোলনের সাথে যুক্ত হওয়ার এবং ব্রুইজড আর্থ ডট অর্গ (bruisedearth.org) এই উদ্যোগে অংশ নিতে পেরে গর্বিত বোধ করছে।

সুগার কিউব ও এই দিন ব্লগ করবে এবং কিছু বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছে:

১৫ মে পৃথিবীর সকল ব্লগাররা একত্রিত হবে প্যালেস্টাইন সমস্যা নিয়ে সবার সচেতনতা বাড়াতে সাহায্য করবে। ৬০ বছর আগে ১৫ই মে, ১৯৪৮ সালে কি ঘটেছিল (বর্তমানে সেখানে কি কি ঘটছে )। আপনার লেখাটি হতে পারে ছবি, প্রবন্ধ, ভিডিও , কবিতা কিংবা যে কোন কিছু যা আপনি বলতে চান।

প্যালেস্টাইন দিবস

ব্লগিং এ সহায়তার জন্য আরো জানানো যাচ্ছে যে, ফেইসবুকে একটি গ্রুপ তৈরি করা হয়েছে ১৫ মে সংক্রান্ত তথ্য নিয়ে। এই গ্রুপ পাঠকদের জানিয়েছে:

অংশগ্রহণের জন্য আপনাকে ফিলিস্তিনি বা আরব হতে হবে না । আপনি ফিলিস্তিনি না হয়েও আপনার দৃষ্টিভঙ্গী জানাতে পারেন। আমরা চাই বিষয়টি এবং আমাদের সম্পর্কে সবাই জানুক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .