- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: দেশ জুড়ে ৭.৮ স্কেলের ভূমিকম্প অনুভূত

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম

আজ দক্ষিণ চীনের সিচুয়ান প্রদেশে রিশটার স্কেল ৭.৮ মাপের একটি ভূমিকম্প [1] হয়েছে। এর কেন্দ্র ছিল ওয়েনচুয়ান কাউন্টিতে [2] এবং বেইজিং [3]হংকং [4] পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প

যেসব অন্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেগুলো হল বেইজিং, তিয়ানজিং, চঙ্গকিন, হেবে, শাংজি, সিচুয়ান, গানসু, হেনান, নিঙজিয়া এবং জিয়াংসু।

নিন্মে অন্চল ভিতত্তিক সর্বশেষ সংবাদ দেয়া হলো।

সিচুয়ান রাঝধানী চেঙদুতে দানতা১৯৯০ চাইনিজ ভিডিও শেয়ারিং সাইট তদুতে তার ভিডিও আপলোড [5] করেছে সবার জন্যে:

দানওয়েই [6] বিভিন্ন উৎস থেকে সর্বশেষ ঘটনাবলী তুলে ধরছে। শাংহাইস্ট [7] ও তাই করেছে এবং এর প্রথম পাতায় সিচুয়ান চাইনিজ ভিডিও পোর্টালগুলোতে প্রাপ্ত ভূমিকম্পের ভিডিও গুলো উপস্থাপিত হচ্ছে।

লিটিল ফিশ সিচুয়ানের ওয়েনচুয়ান থেকে এই ভিডিওটি প্রকাশ করেছে ৫৬.কম এ:এবং ইউকু.কম সাইটে ভিডিও আপলোড করেছে জিয়াইয়ু৮২৫২৮ যাতে দেখা যাচ্ছে যে বেইজিংয়ে ও ভূমিকম্প অনুভূত হচ্ছে:বর্তমানে এই ভূমিকম্পের তাজা খবর পাবার অন্যতম প্রধান উৎস [8] হচ্ছে টুইটার [9]অনেকেই [10] জানাচ্ছেন যে ভূমিকম্পের কেন্দ্রের কাছের [11] লোকজনের সাথে টেলিফোনের [12] মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না [13]। কিন্তু ইন্টারনেট মনে হয় কাজ করছে এখনও [14]। বেইজিং থেকে গুরু কাইজার কুও জানাচ্ছেন যে সরকারী সিসমোলজিকাল ব্যুরোর ওয়েবসাইটটি পড়া যাচ্ছে না – মনে হয় অতিরিক্ত ট্রাফিকের (শ্রোতাদের চাপের) কারনে।

ইনওয়াকডবাড [15] এবং লিরায়েল [16] টুইটারে ইংরেজীতে তাজা খবর দিয়েই যাচ্ছে তাদের মত করে। রিভার ক্র্যাব গোজ এশোর চীনের মাইক্রোব্লগিং প্রভাইডার ফানফুতে পোস্ট করা ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন খবরের সংকলন নিয়মিত পোস্ট করছে [17]

ইনওয়াকবাড লিখছে [18] ভূমিকম্পের কেন্দ্রের কাছে চেংদু থেকে, “দালান কোঠা তেমন ক্ষতিগ্রস্ত হয় নি। তবে মানুষ ভয় পেয়েছে খুব। বিদ্যুত, গ্যাস ও পানির লাইন কাজ করছে মনে হয়।”

অন্যন্য অন্চল এমন সৌভাগ্য পায় নি। হুবেই থেকে টুইটার ব্যবহারকারী রাইন লিখছে [19] সেখানকার সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কথা:

同事刚电话回家,湖北的荆州、沙市的房子倒了一片,有灾情。
এক সহকর্মী হুবেই এর জিংঝুতে তার বাড়ীতে ফোন করে জানতে পেরেছে বাড়ীঘর ধসে গেছে। ওখানে খুব দুর্যোগ।

দানওয়াই ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্যে আরও একটি লিন্ক দিয়েছে – সামাইজ.কম (Summize.com) যেটি হচ্ছে চাইনিজ ভাষা সাপোর্ট করা একটি টুইটার সার্চ ইন্জিন। এখানে [20] সামাইজ এবং অন্য স্থানে পাওয়া সংবাদ গুলো সংকলিত হচ্ছে। ফ্লিকার থেকে সাম্প্রতিক ছবি পাওয়া যাবে ইংরেজী ভাষা [21] এবং চাইনিজ ভাষায় [22] সার্চ করে। ইউপু.কমেও [23] ছবি পাওয়া যাবে।

চীনের অন্যান্য অন্চল থেকে আরও কোন তথ্যের উৎস যদি কারও জানা থাকে তাহলে মূল লেখাটির মন্তব্য সেকশনে দিয়ে দেয়ার অনুরোধ রইল।

অন্চল অনুযায়ী মাইক্রোব্লগিং আপডেট:

সিচুয়ান:
রাত ৯টা ৫২:
http://jiwai.de/IQ%E5%B0%8F%E5%AD%90/statuses/8802456

“English”语言的维基百科“List of earthquakes”词条中已经增加了此次四川大地震的内容,此外该语言已经新增了“2008 Sichuan Province earthquake”的词条。中文维基百科尚无相关内容更新。

ইংরেজী উইকিপিডিয়ায় ভূমিকম্পের তালিকায় সিচয়ানের এই ভূমিকম্পটিকে ইতিমধ্যেই যোগ করা হয়েছে এবং সর্বোপরি “২০০৮ সিচুয়ান প্রদেশের ভূমিকম্প [1]” নামে আলাদা এন্ট্রিও যোগ করা হয়েছে। ওদিকে চাইনীজ ইউকিপিডিয়ায় এ সংক্রান্ত কোন কিছুই আপডেট করা হয় নি।

http://fanfou.com/statuses/g2QgIe8OWzM

四川大学要求同学离开宿舍 通知4点余震开始

আফটার শকের (আরও ভূমিকম্প) ভয়ে সিচুয়ান বিশ্ববিদ্যালয় হলগুলো খালি করে ছাত্রদের বাড়ি যাবার নির্দেশ দিয়েছে।

据说四川地区CDMA,小灵通可以打通

মনে হচ্ছে সিডিএমএ এবং স্থানীয় ফোন নেটওয়ার্কগুলো কাজ করছে।

চেংদু বিমান বন্দর বন্ধ আছে। বেইজিং থেকে আসা বিমানগুলো চংকিংয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে।

বিকেল ৫:৩০: https://twitter.com/Aether/statuses/809193571

成都互联网通讯有能连上的了。
চেংদুতে ইন্টারনেট চলছে।

http://fanfou.com/statuses/l6XlCAxBJCI

绵阳花盆啥的都碎了,饮水机震倒说塌了好多房子,人都到河堤上去了

মিয়ানইয়াঙ এ ফুলের টব এবং অন্যান্য ভঙ্গুর জিনিষগুলো অক্ষত নেই। পানি ঠাণ্ডা করার যন্ত্র গুলো কাঁপছে, অনেক বাড়ি ধসে পরেছে। প্রায় সবাই নদীর ধারে চলে গিয়েছে।

http://fanfou.com/statuses/aOdJ1I6y1YU

四川阿坝州理县县城1人死亡8人重伤汶川县发生7.8级地震后,截止12日17时10分,阿坝州政府应急办了解到的情况是:汶川、理县、茂县交通、通讯全面中断,黑水、小金、金川、马尔康、松潘、九寨沟等县均有房屋倒塌、道路中断、山体滑坡、人员伤亡(其中茂县林业电台报告伤亡人员较多,

সিচুয়ানের আবাঝূর লিজিয়ান কাউন্টি তে একজন মারা গেছে ও আটজন গুরুতর আহত হয়েছে। বিকেল পাঁচটা দশে সরকারের এক জরুরী নোটিশ দিয়েছে যে ওয়েনচুয়ান, লিজিয়ান এবং মাওক্সিয়ানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে কারন বাড়িঘর ধসে গেছে এবং রাস্তা ভেঙ্গে গেছে। এছাড়াও হেইশুই, জিয়াওজিন, মেয়ারকাঙ, সঙফান এবং জিউজাইগুতে পাহাড় ধসে লোকজন আহত হয়েছে।

বেইজিং:

中国南北网络断了吗?怎么啥都上不去了?

ইন্টারনেট ব্যাকবোন কি বিচ্ছিন্ন হয়ে গেছে? আমি কেন অনলাইন হতে পারছি না?

photo https://twitter.com/flypig/statuses/809135452

শাংহাই:

শাংজি:

只能和西安那边发短信,电话打不进去。。

আমি জিয়ানের লোকদের সাথে খালি এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারছি। ফোনে কথা বলতে পারছি না।

হেনান:

http://fanfou.com/statuses/O8h2ttRuQJ8

郑州国家电网公司的大楼都疏散到空地了

ঝেংঝুর রাষ্ট্রীয় বিদ্যুৎ টাওয়ারের সমস্ত লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

ঝিয়াংজি:
http://fanfou.com/statuses/7bjUhAwYzH8

আনহুই:

ঝেজিয়াং:

杭州网络正常。公司大部分同事都跑到外面去了。

হাংঝুতে ইন্টারনেট কাজ করছে। অফিসের সব লোক বাইরে চলে গেছে।

http://fanfou.com/statuses/k0jIs0Mkmz8

浙江嘉兴、上海间发生5.7级地震 暂无人员伤亡

সাংহাই, জিয়াঝিং এবং ঝেজিয়াং প্রদেশে ৫.৭ মাপের ভূমিকম্প হয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায় নি।

http://fanfou.com/statuses/nOwacdhRpdA

宁波世贸中心大楼倾斜3度!!!!!!!!!!!!
নিঙবোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ত ডিগ্রি হেলে গেছে!!!!!

চঙকিং:

重庆2小学倒塌,4学生死亡

চঙকিংয়ের দুটি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে পরেছে, চারজন ছাত্রছাত্রী মারা গেছে

চাংশা:

গুয়াংজি:

http://fanfou.com/statuses/8lgMEGMOzUE

হুবেই:

উচাং: http://twitter.com/lenvow/statuses/809197185

湖北多地有地震震感 武昌出现手机信号盲区

হুবেইর অনেকখানেই ভূমিকম্প অনুভূত হয়েছে; উচাংয়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই।