- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কেনিয়ার নতুন মন্ত্রীপরিষদ নিয়ে সোমালিদের ভাবনা

বিষয়বস্তু: কেনিয়া, সোমালিয়া, ভাষা, রাজনীতি, সাহিত্য

সোমালি ব্লগস্ফিয়ারে এখন কোন বিষয়ের আধিপত্য? চলুন ঘুরে আসা যাক। কেনিয়া-সোমালি কেনিয়ার নতুন মন্ত্রীপরিষদ [1] ও এতে সোমালি প্রতিনিধিদের অংশগ্রহণ বিষয়ে আলোকপাত করেছেনঃ

দেখতে ভালই লাগছে, প্রধান মোর্চায় অসংখ্য সোমালি দায়িত্ব পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইউসুফ হাজি, উত্তর কেনিয়ার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এলমী এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীদ্বয় আরিড ল্যান্ডস, অডেন সাগো এবং ডেপুটি স্পীকার ফারাহ মালিম। মানদেরার মোহামাদ সহকারী মন্ত্রী হিসাবে নিযুক্তি পেয়েছেন।

ইউটিউবে প্রদর্শিত একজন সাহসী সোমালি তরুনীর মুসলমানদের সরলীকরণ করার বিরুদ্ধে উপস্থাপিত ব্ক্তব্য নিয়ে রয়েল সোমালি মন্তব্য করেছেনঃ [2]

সোমালি তরুনী মেলবোর্ন স্পীকারর্স ফোরামের সাথে আলাপে উল্লেখ করেছেন মুসলিমদেরকে সরলীকরণ করা, টুইন টাওয়ার্স, জিহাদের ধারণা, নফস বা নিজের সাথে আসর যুদ্ধ করার বিষয়গুলো। লন্ডনের হাইড পার্ক, ভ্যানকুভার স্পীকারস কর্নারের সাথে মিল আছে মেলবোর্ন স্পীকারর্স কর্নারের।

ন্যাটিভ ফিমেইল [3] সহ-ব্লগার হোয়াইট আফ্রিকানের [4] বিবাহতে অংশ গ্রহণ করেছেন সম্প্রতি। তিনি লিখেছেনঃ

এ সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াইট আফ্রিকানের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ। এটা খুবই মনোরম ছিল – মাশাল্লাহ! পরিপূর্ণভাবে উপভোগ করেছি এবং কনেকে দারুণ লাগছিল – মাশাল্লাহ! পুরো বাহিনীর সাথে পরিচিত হবার সুবর্ণ সুযোগ ঘটেছে। অনেক দিন হলো আমরা একই জায়গায় আছি। এখানে নতুন কিছু বন্ধু হয়েছে। নাচের কয়েকটা নতুন মুদ্রা শিখেছি। সবকিছুই বেশ উত্তেজক ছিল (হেই …. অহংবোধকে আমার খেদাতে হবে…. এটাই এখন দরকার, হাসতে হাসতে মরে যাচ্ছি গো!)

পূর্ব আফ্রিকান দার্শনিক শহর বাছাই করছেন [5] পরবর্তী সেমিস্টার পড়ার জন্য। তিনি লিখেছেনঃ

ভাবছিলাম মিশরের কায়রোতে একটা সেমিস্টার পড়বো; কায়রোকে নিয়ে আমার রোমান্টিক আইডিয়া রয়েছে – এটা তেমন কিছু নয়। কায়রো এমন স্থান যেখানে আমি কিছুটা মিল খুঁজে পাই আমার জন্মস্থানের সংস্কৃতি ও ঘনিষ্ঠতার। অবশ্য কয়েকজন বন্ধু ও দূরসম্পর্কের আত্মীয় রয়েছেন। উপরন্তু আমি আরবী শিখছি এবং সেজন্য এর চেয়ে ভাল জায়গা আর কি হতে পারে? অবশ্য, দামেস্কও সেজন্য চমৎকার স্থান। কিন্তু কায়রো প্রসঙ্গে ফিরি। সেদিন নিউ ইয়র্ক টাইমসে বিশ্বের সবচেয়ে শব্দদুষণ শহরের উপর একটা বৈজ্ঞানিক গবেষণা পড়লাম যেখানে উল্লেখ করা হয়েছে যে এ দিক থেকে কায়রো হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন। গড়পরতা একটা দিনে ৮৫ ডেসিমিল শব্দ উৎপন্ন হয়। যার মানে সম্পূর্ণ শক্তিতে একটা জ্যাকহ্যামার একজন মানুষের মাত্র তিনফিট দূরত্ব থেকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ছুটে চলে। তথাপি এটা মাত্র একটা গড়পরতা দিনের হিসাব। সেক্ষেত্রে গড়পরতা দিনের মাত্রার চেয়ে বেশী শব্দের দিনে কেমন হবে কায়রোর চিত্র! দুটো জ্যাকহ্যামারের মত লাগবে কি?

সোমালি কবিতার রয়েছে নানা গঠন, শফি বর্ণনা করেন [6], গাফ [7] (আসল বিবাহ অনুষ্ঠানের ঠিক সাতদিন পরে যা অনুষ্ঠিত হয়) নামে পরিচিত বিবাহ অনুষ্ঠানের একটা পর্বে এমন একটা ধরণের কবিতা পাঠের আয়োজন করা হয়ঃ

বাজনার সাথে গাফের সূচনা হয়, চারিপাশের নীরবতা নেমে আসে। সবার শ্রবনেন্দ্রীয় সেই কবিতার আবৃত্তিকার বা গায়কের দিকে মনযোগঢী হয়, শব্দের মূল্যায়ন ও বিচার করে। উপস্থিত সব দর্শকদের উদ্দেশ্যে একজন তরুনী নিম্নোক্ত লাইনগুলো উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেনঃ

Hoobe hobaala hoobala hoobalow
Ee hoobe hobaala hoobalayey hadaba
Salaamu calaykum safiya iyo daahirow
Salaama calaykum safkan meesha joogayow
Salaama calaykum soomaaliyey dhamaan

ও সাফিয়া ও দাহির – তোমাদের জন্য কল্যাণ বয়ে আসুক
সমবেতদের কল্যান হোক
সব সোমালি আর সবকিছুর কল্যান হোক!