- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: শ্রমিকদের জন্যে রেশন বনাম লাভের অংশীদারিত্ব

বিষয়বস্তু: বাংলাদেশ, খাদ্য, ব্যবসা ও অর্থনীতি, শ্রম

বাংলাদেশের নীটওয়্যার শিল্পের মালিকরা তাদের শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং সাম্প্রতিক খাদ্যের মূল্য বৃদ্ধির সমস্যায় জর্জরিত শ্রমিকদের রেশন (কম মূল্যে খাদ্য দ্রব্য) দেবার কথাও চিন্তা করছে। এন অর্ডিনারী সিটিজেন মনে করছেন [1] এসব যতটা না শ্রমিকদের জন্যে কল্যাণকর হবে তার থেকে যদি শ্রমিকরা এই লাভজনক শিল্পের লাভের একটি অংশ পেত তাহলে তাদের শ্রমের সঠিক প্রতিদান পেত।