সৌদি আরব: অফিস-কারায় বন্দী সারারাত

পড়ন্ত বেলায়, অফিসের সময় ফুরোবার পরেও কি আপনি কখনো অফিসের কাজে মগ্ন থেকেছেন ? সাধু সাবধান!! সৌদি আরব থেকে এআরছয়আবন আমাদের জানাচ্ছেন (আরবী ভাষায়) অফিসে এক রাত্রির আটকে পড়ার রোমহর্ষক কাহিনী।

কী বলছেন তিনি?

আল্লাহকে ধন্যবাদ , আমি এই সপ্তাহেই আমার নতুন চাকরির জায়গায় কাজ শুরু করলাম। যেহেতু আমি এখানে নতুন, নিজের দক্ষতা ও আগ্রহ প্রমাণের জন্য আমায় পরিশ্রম করতেই হবে…হ্যাঁ, কঠোর পরিশ্রম। অফিসটি একটি আন্তর্জাতিক সংস্থার এজেন্ট, এর জেদ্দার অফিসটি এখনো ঠিকমতো চালু হয় নি, আমিই এখানকার প্রথম কর্মী আর এখনো পর্যন্ত আমিই একমাত্র কর্মী হিসেবে অফিস চালাচ্ছি। বেশ মজাই লাগছে। কী, হিংসে হচ্ছে তো? কিন্তু গতকাল যা ঘটল, তারপর আর কেউ আমায় হিংসে করবেন না।

অফিসের কাজকর্ম ভালভাবে বুঝে নেবার জন্য আমি বেশ কিছু কাগজপত্র, ফাইল বাড়ি নিয়ে গিয়েছিলাম। খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়ে নিজেকে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন ছিল। তারপর রাত্রি সাড়ে এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি। বড় রাস্তায় এসে পড়েছি, এক পাশে সমুদ্র, অফিসের ঠিক পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ মনে হল, নেমে গিয়ে কাগজপত্রগুলো অফিসে রেখে আসি। যেমন ভাবা তেমনি কাজ। অফিসে গিয়ে ওগুলো রাখলাম, এমন সময় কী একটা লেখা চোখ টানল, সেটা পড়তে শুরু করলাম। সময় চলল নিজের গতিতে। এ বাবা!! চমকে উঠে দেখি রাত সাড়ে বারোটা! তাড়াতাড়ি উঠলাম বাড়ি যাব বলে। নিচে নেমে এসে দেখি বিল্ডিঙের দরজা সব তালা বন্ধ। সিকিউরিটি গার্ডকে দোষ দেওয়া যায় না। অত রাতে সব অফিসই বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিক শুনশান।

দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু বেরুনোর কোনো রাস্তা তো নেই। কি আর করা!! অগত্যা অফিসেই ফিরে গেলাম। এয়ার কন্ডিশনারটা চালালাম। একা একাই খানিক হাসলাম। তারপর সোফায় শুয়ে ঘুম। ঘুম ভাঙল পরদিন সকাল সাড়ে সাতটায়।

লোকজন যখন সেজেগুজে সারাদিনের জন্য তৈরি হয়ে অফিসে আসছে , তখন আমি, অবিন্যস্ত আমি অফিস থেকে বাড়ি ফিরছি।

অদ্ভুত অভিজ্ঞতা, হা হা…কী বলেন?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .