- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: গ্রীন অলিম্পিক এবং জাতিসংঘের বিশেষ পরিবেশ দূত হিসেবে একজন অভিনেত্রী

বিষয়বস্তু: চীন, খেলাধুলা, পরিবেশ, শিল্প ও সংস্কৃতি

“বেইজিং ব্লগিং” এ ড্যান বীকম্যান বেইজিং এর পরিবেশগত সমস্যা এবং সম্ভাবনা নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছেন। গ্রীন অলিম্পিক [1] ধারণা নিয়ে তিনি বিভিন্ন এনজিও এবং ছাত্রনেতাদের সাক্ষাৎকার নিয়েছেন। গ্রীন (পরিবেশ বান্ধব) অলিম্পিক এ বছরের অলিম্পিক গেমস-এর তিনটি মূলমন্ত্রের (বিষয়বস্তুর) একটি। তিনি সম্প্রতি মধ্য চীনের চংকিঙ [2] এর শক্তিমান পরিবেশবাদী জনাব উ দেংমিং এর সাক্ষাৎকারও নিয়েছিলেন। জনাব উ গেমসের শেষটি নিয়ে বলেছিলেন:

অলিম্পিকের শেষেও পরিবেশ আন্দোলন চলতে থাকবে। চীন পশ্চাৎপদ হতে পারে না। মানুষ এখন জানে কি করা প্রয়োজন। আমাদের মতো সংগঠন সমাজে বড় ভূমিকা রাখতে শুরু করেছে ।

ইউনেস্কো নেতা গাওমিং জিয়াং চীন বিষয়ে আলাপে বেইজিং এর ভয়াবহ পানি সমস্যা [3] নিয়ে কথা বলেছেন । বেইজিং এর পানি নিষ্কাশন পথগুলো (খাল) ভয়ানক দূষণে ভোগে (সারের মণ্ড এমনকি বর্জ পদার্থ পূর্ণ) এবং পানির স্বল্পতায় ভুগে। তিনি এই দূষণ দূর করার জন্যে অভিজ্ঞ মতামত দিয়েছেন এবং পরিশেষে বলেছেন:

….পরিবেশ দূষণ ব্যবস্থাপনা দারিদ্র দূরীকরণ এবং সম্পদ সৃষ্টির সাথে খুবই সম্পর্কিত। পানির উৎস রক্ষা করার দ্বন্দ্ব মানুষের তৈরি। আমাদের কিছু উদ্যোগ নিতে হবে, এইসব এলাকার জ্বালানী সমস্যা সমাধানে মিথেন গ্যাস প্রস্তুত করার এবং তা সরবরাহ করার প্রযুক্তিগত সাহায্য করতে হবে। আমাদের অবশ্যই তাদের আবর্জনা ধ্বংসের এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি তৈরি করে দিতে হবে। এই ব্যবস্থাগুলো করতে পারলে, এলাকাগুলোতে পর্যাপ্ত বৃক্ষায়নের নিশ্চয়তা দেবে, যথেষ্ট পানি তৈরি হবে এবং খাল বিল নদী-নালায় বিশুদ্ধ পানি প্রবাহের নিশ্চয়তা দেবে ।

ট্রি হাগার [4] নামক পরিবেশবাদী ব্লগে অ্যালেক্স পাস্টারনাক ইউএনডিপির পরিবেশ উন্নয়নে চীনের একজন তারকাকে জাতীয় দূত [5] হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন। অভিনেত্রী ঝউ জাং অভিনয় করেছেন ব্যালজাক, লিটল চাইনিজ সীমস্ট্রেস এবং ঘূর্ণায়মান চাইনিজ সিনেমা সুঝু রিভার [6] এ। এই ব্লগার বলেন:

··· যে দেশে পরিবেশ রক্ষার ভাষা [7] বলতে বুঝায় পরিপূর্ণরূপে জনসচেতনতা [8] (বিশেষ করে [9] তরুণদের [10] মধ্যে), সেখানে একজন তারকাই পরিবেশবাদের বার্তা সবচেয়ে ভাল ভাবে দিতে পারবে। অন্য দিকে ফার (পশুর পশম যুক্ত চামড়া) ব্যবহার করে পোষাক বিক্রি করা দোকান গং লি [11] (কিংবা লিও [12], সম্প্রতি সময়ের হংকং এর এমন একটি দোকান) চীনের কিছু তারকাদের খুব পছন্দের। এটা খুব খারাপ, সরকারের গতানুগতিক উদ্যোগের থেকে তারকাদের শক্তিশালী প্রচারণা অনেক স্বস্তি দায়ক। ·······