বাংলাদেশ: দুর্নীতির জন্যে উদ্দীপনা

আইডিয়াজ ফর ব্রাইটার বাংলাদেশ ব্লগের আসিফ আনোয়ার  মন্তব্য করছেন যে দুর্নীতি আইনের দ্বারা সমূলে উৎপাটন সম্ভব নয় একে নিরুৎসাহীত করতে হবে:”দুর্নীতি উদ্দীপনা পায় ‘উন্নত জীবনযাত্রার’ প্রত্যাশায়। এই ‘উন্নত’ ব্যাপারটি যদি ‘জীবনযাত্রা’ থেকে বাদ দেয়া যায়, আপনি কখনই ঐ কাজে উদ্দীপিত হবেন না।”

1 টি মন্তব্য

  • রেজওয়ান ভাই,

    আমার ব্লগের উপর আলোকসম্পাত করার জন্য অনেক ধন্যবাদ।

    আইডিয়াটা অনেক আগে মাথায় এসেছিলো যখন দেখেছি মুক্তিযোদ্ধার সন্তানরা সুবিধার মুলো ঝুলতে দেখছে।

    যে দেশ মুক্তিযোদ্ধাদের সুবিধা দিতে পারে, সে দেশের দুর্নীতিবাজদের সুবিধাবঞ্চিত করতে কার্পণ্য করা উচিত্ না।

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> আসিফ আনোয়ার

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .