মেক্সিকো সিটিতে ১৮ কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গ বানানো হচ্ছে যা মূলত: গাড়ী চলাচলের জন্যেই উন্মুক্ত থাকবে। ফলে যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে। তবে মেক্সিকো পারা লোস মেক্সিকানোস [স্প্যানিশ ভাষায়] ব্লগ বিশ্বাস করে যে এটি শুধুই গাড়ীর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে ফলে পরিবেশ দূষণ ও যানজটের মত সমস্যা গুলো থেকেই যাবে।