আপনারা হয়ত শুনেছেন বা পড়েছেন ৬ই এপ্রিল সংঘটিত সারা মিশর জুড়ে ধর্মঘট সম্বন্ধে, এবং এস্রা আব্দেল ফাতাহ, যিনি এই ধর্মঘটের ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠা করেছেন তার গ্রেফতার ও ছাড়া পাবার কয়েক মিনিটের মধ্যেই একেবারে নিখোঁজ হয়ে যাওয়া সম্পর্কে।
এর পরিপ্রেক্ষিতে মাইকেলিটু এখানে লিখেছেন এস্রা এবং অন্যান্য মিশরীয় সম্পর্কে যারা পূর্ববর্তী কয়েক বছরে নিখোঁজ হয়ে গিয়েছেন:
الاسم
رضا هلال..كاتب صحفي مشهور بجريدة الاهرام..كتب مؤلفات عديدة عن المسيحية الصهيونيه و عن الجماعات الاسلاميه و كتاباته دي لم تعجب الكثيرين فإختفي
:الاسم
وفاء قسطنين..زوجه قسيس قررت إعتناق الاسلام بمحض إرادتها فلم يعجب الامر المسيحيين في مصر فتظاهروا و إعتكف البابا ثم إختفت وفاء
:الاسم
إسراء عبد الفتاح..شابه مصريه كانت مخنوقه من موضوع الاسعار و طابور العيش و الفساد فعملت جروب ع الفيس بوك نادت فيه بالاضراب فتم القبض عليها ثم إختفت
নাম: রাদা হালাল..একজন লেখক যিনি আল আহরাম সংবাদপত্রে লিখে থাকেন..যিনি বেশ কিছু বই লিখেছেন খ্রিস্টানধর্ম, ইহুদীবাদ এবং ইসলামী আন্দোলন সম্পর্কে..এবং অনেকেই পছন্দ করে নি তিনি যা লিখেছেন.. এরপর তিনি নিখোঁজ হয়ে যান।
নাম: ওয়াফা কনস্টান্টিন…একজন বিশপের স্ত্রী যিনি স্বইচ্ছায় মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। অনেক খ্রীষ্টান এটি পছন্দ করেন নি..তারা প্রতিবাদ শুরু করেছেন..এবং পোপ এজন্য ধর্মঘট করেছেন।.. এরপর তিনি নিখোঁজ হয়ে যান।
নাম: এস্রা আব্দেল ফাত্তাহ.. একজন মিশরীয় যুবতী…যিনি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং কোন কোন এলাকায় রুটির স্বল্পতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না…তাই তিনি ফেসবুকে একটি গ্রুপ তৈরি করে প্রতিবাদ শুরু করেন এবং একটি সাধারণ ধর্মঘটের ডাক দেন। এরপর তিনি গ্রেফতার হন এবং পরে (ছাড়া পাবার পর) তিনি নিখোঁজ হয়ে যান।