- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জামাইকা, মার্টিনিক, ত্রিনিদাদ ও টোবাগো: আলোকিত পথ

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, জামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, মার্টিনিক, সাহিত্য

জামাইকার সাহিত্যিক ব্লগার জেফ্রী ফিলিপস [1] (মার্টিনিকের) জনপ্রিয় কথাসাহিত্যিক এইমে সেজায়ারের মৃত্যুকে ভুলতে পারছেন না; “যদি কোন জীবনের চলার পথের লক্ষ্য থাকে স্বাধীনতা তাহলে এইমে সেজায়ার হচ্ছে সেই পথের আলো।” ওদিকে ক্যারিবিয়ান ফ্রি রেডিও [2]র ব্লগার স্মরণ করছেন তার প্রকাশিত একটি পডকাস্ট যাতে তিনি ব্যবহার করেছেন “সেজায়ারের একটি আবৃত্তি, তার মার্জিত ফরাসী উচ্চারনে এবং জাজ সঙীতের সাথে, তার মহাকাব্য “দেশে ফেরার খাতা” থেকে , যার শুরু হয়েছে তার নামকরা দ্ব্যর্থক প্রথম লাইন “অ বু দু পতি মাতাঁ” (প্রত্যুষের শেষে) দিয়ে।