- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাজিকিস্থানঃ সম্পদের অবৈধ বন্টন

বিষয়বস্তু: তাজিকিস্তান, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, শ্রম

সরকারের আরোপিত সকল বিধি ও প্রবিধান অনুসরণ করে তাজিকিস্থানে কোন লাভজনক ব্যবসা করা একপ্রকার অসম্ভব। লোকজন তিক্ত কৌতুক করে এই বলে যে বড়লোক হবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সরকারী কর্মকর্তা বা তাদের প্রিয়ভাজন হওয়া। হয়তো, এটা সত্যি, যেহেতু তা আপনাকে অনুসন্ধান, প্রতিযোগিতা, সম্ভাব্য বিচার থেকে এড়ানোর “নিরাপত্তা” দিতে পারে – যত উপরের পদ তত বেশী আপনি সুবিধাপ্রাপ্ত হবেন। নিউইউরেশিয়া তাজিকিস্থানের ধনী মানুষের উপর পরিচালিত অভেস্তা নিউজ এজেন্সীর সমীক্ষার সারসংক্ষেপ তুলে ধরেঃ [1]

যদি আপনি তাজিকিস্থানের একজন বিত্তবান হয়ে থাকেন তবে ইহার অর্থ হয় (১) আপনি একজন সরকারী কর্মকর্তা, অথবা (২) আপনি একজন প্রাক্তন সরকারী কর্মকর্তা, অথবা (৩) আপনি এমন একজন ব্যবসায়ী যিনি সরকারী কর প্রদান করে না, অথবা (৪) আপনি বিনোদনজগতের একজন তারকা, অথবা (৫) আপনি একজন ড্রাগ স্মাগলার। সরকারী কর্মকর্তা না হয়েও যদি আপনি বিত্তবান হয়ে থাকেন, তার অর্থ আপনার রয়েছে কৃশা (মানে মাথার উপরের আশ্রয়বিশেষ, অথবা পৃষ্ঠপোষক – সরকারী কর্মকর্তাদের মধ্য থেকে)

রিপোর্টটি দেখিয়েছে – এবং এটা অপেক্ষাকৃত সত্য – এমনকি যে কারো জনপ্রিয় বিনোদন তারকা হবার জন্যও সরকারের অভ্যন্তরের কোন অভিভাবক প্রয়োজন। নিউইউরেশিয়ার আরেকটা পোস্টে তাজিকিস্থানে ব্যবসা বিষয়ে আলোচনা করা হয়েছেঃ [2]

আপনার কৃশা সন্ত্রাসী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষত আইনপ্রয়োগকারী সংস্থার কোন সদস্য অথবা প্রাক্তন যোদ্ধা হতে পারে। আইনপ্রয়োগকারী সংস্থা বা সরকারের কাউকে কৃশা হিসাবে পেলে ভাল – কারণ সন্ত্রাসী বা প্রাক্তন যুদ্ধবাজরা তাজিকিস্থানে তেমন বেশী প্রভাবশালী নয়।

“বিত্তবান তাজিকদের লিস্ট” সন্বন্ধে তোজভার মত প্রকাশ করেছেঃ [3]

তাজিকিস্থানের সরকারি কর্মকর্তারা কখনও তাদের সম্পদের বিবরণী প্রকাশ করেন না এবং দাবী করেন যে তারা তাদের সরকারী মাসিক বেতন যা মাত্র ২০০ ইউএস ডলার, তা দিয়েই জীবন নির্বাহ করে থাকেন; যদিও রাজধানী শহরে বসবাস করার জন্য এই অর্থ যথোপযুক্ত নয়। আমার প্রশ্ন হচ্ছে, কেন তাদের এত সম্পদ রয়েছে, যেখানে আমাকে একজন শ্রমিক হয়ে রাশিয়াতে অভিবাসী হতে হয়?

সত্যিকার অর্থে, এটা স্বীকার কর জরুরী যে, যারা সাময়িক সুবিধা প্রাপ্ত হয় তারা সবসময় সম্ভ্রান্তদের মধ্যে সম্পদের পুনঃবন্টনের নতুন জাগরণে সময় ব্যবসা হারানোর ঝুঁকি বহন করে; সরকারের কাঠামোর মধ্যে আপনার পৃষ্ঠপোষক যতই প্রভাবশালী হোক না কেন তাতে কিছু যায় আসে না, আপনি আপনার নিরাপত্তা এবং সম্পত্তি উভয়ই হারাতে পারেন। গতসপ্তাহে ঘুষ ও কর ফাঁকির অপরাধে মারুফ ওরিফভ নামীয় অত্যন্ত সফল একজন তাজিক ব্যবসায়ীকে সুপ্রিম কোর্ট সাড়ে আট বৎসর কারাভোগের শাস্তিসহ তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়ার রায় দিয়েছে। দুশাবনের বৃহৎ রিটেইল চেইন “ওরিমা”র তিনি স্বত্ত্বাধিকারী।

তাজিকিস্থান জার্নালে জন মুসারা ওরিমাতে তার বাজার করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন [4], অন্যদিকে রাভসান মনে করে [5] যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাড়াবাড়িরকমের হয়ে গেছে এবং দেশের বিনিয়োগ পরিবেশের উপর তা নেতিবাচক প্রভাব ফেলবে। যাইহোক না কেন, তাজিকিস্থানের অনেকে সন্দেহ করে যে এই বিচার একজনের আকর্ষণীয় ব্যবসা হাতিয়ে নেবার ষড়যন্ত্রমূলক আক্রমণ ছাড়া কিছু নয়। তাজইকোনমি এই অভিমত প্রকাশ করে বর্ণনা করেছেঃ [6]

মূল ষড়যন্ত্র এখানে – কে ওরিমার মালিকানা নিতে যাচ্ছে? ব্যবসা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে যদি বিচারটা সাজানো হয়ে থাকে তবে এর পরবর্তী মালিককে (অথবা মালিকের পৃষ্ঠপোষককে) ধরা যাবে প্রধান পরিকল্পক হিসাবে। যদি বিচার ব্যবস্থা আসলেই সাজানো হয়ে থাকে, আইন প্রয়োগকারী সংস্থাকে প্রভাবিত করার মত পর্যাপ্ত শক্তি ও সম্পদ আর কার থাকতে পারে?