মিশর: সারা দুনিয়াকে বয়কট করা

সারা দুনিয়ার মানুষ কিছু দেশের জিনিষ বয়কটের মাধ্যমে অর্থনৈতিক চাপ ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে। আরো দেশ এই বয়কটের তালিকায় যুক্ত হওয়ায় মিশরীয় ব্লগার তারেক এই নতুন ধারণা দিয়েছেন। তিনি আবেদন করেছেন, দুনিয়াকে বয়কট করতে। তারেক লিখেছেন:

قاطعوا المنتجات الدنماركية بسبب الرسوم المسيئة
و المنتجات الهولندية بسبب الأفلام التي تسخر من الدين
و المنتجات الأمريكية بسبب معاملتهم الغير إنسانية للعرب
و المنتجات البريطانية بسبب تفتيشهم للبابا شنودة في المطار
و المنتجات الصينية بسبب عدم إيمانهم بأي من الديانات السماوية
و المنتجات المصرية لأن بعض الناس يسبون الدين لبعض حين يتشاجرون
لذلك و إيمانا بدور هذه المدونة في حماية الأديان السماوية و الأخلاق الحميدة
فإننا ندعوكم أن تقاطعوا العالم
قاطعوا العالم يا عال

ড্যানিশ জিনিষ বাদ দেন আপত্তিকর কার্টুনের জন্য।

ডাচ জিনিষ চলচিত্রের মাধ্যমে ধর্মকে ব্যঙ্গ করার জন্য।

আমেরিকান জিনিষ ও কারন তারা অমানবিকভাবে আরবদের সাথে ব্যবহার করে।

ব্রিটিশ জিনিষ কারন তারা পোপ শেনুদাকে বিমানবন্দরে সার্চ করেছিল।

চৈনিক জিনিষ কারন তারা কোন একেশ্বরবাদী ধর্ম কে মানে না।

মিশরীয় জিনিষ বাদ দেন কারন কিছু লোক ঝগড়ার সময় অন্য লোকের ধর্ম কে গালি দেয়।

এই জন্য, এই ব্লগের বিশ্বাস যা বের হচ্ছে তা থেকে একেশ্বরবাদী ধর্ম আর ভালো ব্যবহার কে ধরে রাখার জন্য আমি আবেদন করছি যে আপনারা দুনিয়াকে বয়কট করেন!

সারা দুনিয়াকে বয়কট করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .