- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফঘানিস্তানঃ কাবুলে প্রথম ব্লগিং এর কর্মশালা

বিষয়বস্তু: আফগানিস্তান, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, বাক স্বাধীনতা, শিক্ষা

আফগান এসোসিয়েশন অফ ব্লগ রাইটার্স [1] ( আফগান পেনলগ) আর্থিক সংকট আর অন্যান্য বাধা যেমন বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে প্রথম ব্লগিং এর কর্মশালার আয়োজন করে। দুই আফগান ব্লগার নাসিম ফেকরাত [2] আর মাসুমে এব্রাহিমির [3] সহযোগিতায় এই কর্মশালা ৩রা থেকে ৪ঠা এপ্রিল কাবুলে অনুষ্ঠিত হয়।

১২জন সাংবাদিক, শিক্ষক এবং লেখক শিখেছেন কিভাবে একটি টেক্সট ব্লগ, একটি ভিডিও ব্লগ বা একটি ফটোব্লগ তৈরি করতে হয়। এ ছাড়াও অন্যান্য খুঁটিনাটি যেমন আরএসএসফিড কিভাবে ব্যবহার করতে হয় তাদের শেখানো হয়।

কর্মশালা শেষে দারি, পস্তু আর ইংরেজী ভাষায় বেশ কিছু ব্লগ তৈরি হয়।

ফেকরাত বলেছেন, “আমি কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর সাংবাদিকদের কাছ থেকে অনেক প্রশ্ন পাচ্ছি ব্লগিং করার ব্যাপারে জানতে চেয়ে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা একটা প্রধান সমস্যা হিসেবে থাকছে।” ফেকরাত আর একটা কর্মশালার চিন্তা করছেন কারন অনেক কিছু বলার আর শেখানোর আছে।

নাসিম ফেকরাত কর্মশালা পরিচালনা করছেন

নাসিম ফেকরাত বলেছেন [4] (ফার্সী ভাষায়):

এই অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে। আমি অনেক কিছু শিখেছি। বেশীর ভাগ লোক যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা সাংবাদিক, শিক্ষক, লেখক আর যারা আফঘানিস্তানের ঝিমিয়ে পড়া সমাজের সংস্কৃতি আর মনকে উজ্জীবিত করতে পারেন। এমন একটা কর্মশালার আয়োজন করা আমার অনেক দিনের লক্ষ্য ছিল। অবশেষে জিওম্যাপ আর মাসুমেহ ইব্রাহিমির সাহায্যে তা সম্ভব হয়েছে।

আরও ছবি পাওয়া যাবে সিভিল মুভমেন্ট অফ আফঘানিস্তান [5] ওয়েবসাইটে একটি রিপোর্টসহ

মাঞ্জারা , যিনি এই কর্মশালায় ব্লগ করতে শিখেছেন, বলেছেন [6] ইন্টারনেটের ব্যবহার করে বাক স্বাধীনতা আর প্রচার মাধ্যমের স্বাধীনতার অক্ষুন্ন রাখার জন্য।

সাংবাদিক মোখতার পেদ্রাম [7] তার অভিজ্ঞতার কথা বলেছেন (ফার্সী ভাষায়):

আমি ইন্টারনেট আর ব্লগিং এর দুনিয়ায় আসতে ভীত ছিলাম… হয়তো বা এটি একটা প্রযুক্তি গত বাধা। কিন্তু এই দেড় দিনের কর্মশালা আমার দৃষ্টি ভঙ্গী পাল্টিয়েছে… এটা অবশ্য সত্যি না যে ইন্টারনেট নিয়ে আমার সব সমস্যা এই দুই দিনে চলে গেছে , কিন্তু আমি আমার ব্লগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা প্রমাণ করে যে এই কর্মশালা কত ফলপ্রসূ হয়েছে।

সাফেহ [8] বলেছেন (ফার্সী ভাষায়) আফঘানিস্তানে ব্লগিং একটা নতুন জিনিষ আর শিক্ষকরা এটা সবেমাত্র খুঁজে পেয়েছেন।

জারতোস্ট [9] লিখেছেন (ফার্সী ভাষায়) যে এই ধরনের কর্মশালা আফঘানিস্তানের সাংবাদিকতার জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।