ট্রিনিদাদ এন্ড টোবাগো: ল্যাপটপ জটিলতা

ত্রিনিদাদ ও টোবাগোর বিরোধী দলীয় নেতাকে (বাসুদেও পান্ডে) সম্প্রতি সংসদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর কারন তিনি অনুমতি ছাড়া সংসদে ল্যাপটপ ব্যবহার করছিলেন । কিন্তু মাত্র অল্প কয়েকজন ব্লগার মনে হচ্ছে ঘটনাটিকে বুঝতে পেরেছে।

ত্রিনিদাদ এন্ড টোবাগো কম্পিউটার সোসাইটি মূলধারার গণমাধ্যমের আসা বিষয়টির একটি পর্যালোচনা উপস্থাপন করছে এবং যেমনটা আশা করা হয়েছিল, বাসুদেও পান্ডের এক্সট্রা সিক্রেট ব্লগ যা সম্প্রতি ট্রিনিদাদ এন্ড টোবাগোর সাধারন নির্বাচন- এর সময় জনপ্রিয় ব্লগে পরিণত হয়েছিল সেটির মাধ্যমে তিনি নিজেকে রক্ষা করেছেন এ ভাবে:

আমি আশা করি যে আপনারা দেখেছেন আমি তোমাদের জন্য কাজ করছি। আমি সংসদে এক চরম পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। পিএনএম এমন ভাবে ব্যবস্থা করে রেখেছিল যাতে আমাকে অপরাধী দেখানো যায়। স্পীকার ব্যারি সিনানান-এর প্রথম শাস্তি ছিল গ্যারি হান্টের প্রতি, তার ল্যাপটপ ব্যবহার করার জন্য। বিষয়টিকে এমন ভাবে আনা হয় যেন কেউ ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে না। সুতরাং আমি যখন আনন্দে অনলাইনে ছিলাম তখন তারা বিষয়টি আমার উপর চাপিয়ে দিতে চেয়েছে, যেমন একন নামক ব্যক্তিটি দোষ চাপিয়ে দিয়েছিল ডানাহ এ্যালিয়েনের উপর। সে তখন আইসক্রীম খাবার জন্য বাইরে গিয়েছিল।

নোটস ফ্রম দ্যা পোর্ট অফ স্পেন ব্লগ তার সাপ্তাহিক পরিক্রমায় রিপোর্ট করেছে :

সংসদীয় প্রতিনিধিরা বিগলিত হয়ে যায় যখন বিরোধী দলীয় নেতাকে ল্যাপটপ ব্যাবহার করার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়। সরকার এ কাজটি উৎসাহের সঙ্গে করেছে। এর ফলে সংসদে গত বছর খাবারের দাম বাড়ার কারনে যে ১৯ শতাংশ বিশেষ মুল্য বৃদ্ধি ঘটেছে তার উপর যে বির্তক অনুষ্ঠিত হবার কথা ছিল তা বন্ধ হয়ে যায়।

নোপ্রোজ ডট কম পুরো ঘটনার সারমর্ম তৈরী করে জানাচ্ছে:

এ ভাবে, বন্ধুগন, মনে হচ্ছে এক প্রতিযোগীতা চলছে, যাকে বলা যেতে পারে আমি তোমার চেয়ে খারাপ কাজ করতে পারি অনুষ্ঠান। এটির সম্ভবত সবচেয়ে সেরা উদাহরণ যাতে কত সহজে বোঝা যায় ত্রিনিদাদ এন্ড টোবাগোর সরকার কাজ করছে না। পুরো বিষয়টির বিষয় বস্তু হওয়া উচিত ছিল মূল ঘটনাটি কি? কিন্তু তা বদলে গিয়ে হয়েছে পান্ডের ল্যাপটপ। প্রযুক্তি যা কার্যকর ভাবে তার অবস্থান তৈরী করেছে এবং স্পীকার যা করেছে তার জন্য তাকে নতুন প্রযুক্তি ধ্বংসকারী একজন বলেই মনে হচ্ছে কারন ত্রিনিদাদ এক্সপ্রেসে পুরো বিষয়টির বর্ণনা এ ভাবে ছাপা হয়েছে। কিন্ত প্রধান বিষয়টি ছিল, পান্ডে নিজে তার বিষয়টিকে ঠিকমতো তুলে ধরতে পারেনি। সে এমন কি করছিল বা যে সময় তার ল্যাপটপে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার কারনে সেটি সে সংসদে নিয়ে গিয়েছিল। সে কি কোন অপরাধ নিয়ে কাজ করছিল? স্থানীয় ইলেকশন নিয়ে আলোচনা করছিল? স্পীকারের সঙ্গে এমন কি আলোচনার বিষয় ছিল যার জন্য তাকে ল্যাপটপ নিয়ে যেতে হয়েছিল ?

..তবে পুরো বিষয়টি ক্যারিবিয়ান ফ্রি রেডিও ব্লগের কাছে ভয়ানক বিভ্রান্তি হিসেবে লাগছে। যার ফলে তিনি একটি অনলাইন জরীপ নিয়েছেন, যাতে তিনি পুরো বিষয়টি বুঝতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .