মধ্য এশিয়ার অধর্মীয় বসন্ত উৎসব নওরিজ, তুলে ধরে প্রকৃতির নতুন রুপ। প্রাচীন মেসোপটেমিয়া থেকে আবির্ভুত, এই ছুটির নাম এসেছে পারস্য থেকে যেখানে তাজিক ভাষায় নভরুজের মতো এটির অর্থ নতুন দিন। সোভিয়েত ইউনিয়নের সময় নওরিজকে তাদের মতবাদের সাথে সামঞ্জস্যহীন ভাবা হত আর তাই তা বাদ দেয়া হয়েছিল। প্রজাতন্ত্র গুলোর স্বাধীনতার পর তা আবার ফিরে আসে।
প্রায় এক দশক মানুষ এটা বুঝতে পারে নি- অথনৈতিক মন্দা আর ছুটি উদযাপনের ঐতিহ্যের অভাবে মানুষ রাস্তায় তাবু খাটিয়ে আর শাশলিক (কাবাব) খেয়ে এটা উদযাপন করত। আসলে অন্য সব নতুন ছুটি – স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র আর সংবিধান দিবস – সবই প্রায় একভাবে উদযাপিত হতো। কিন্তু ২০০০ সালে তেলের দাম বাড়ার পর থেকে দেশের সম্পদ বাড়তে থাকে এবং এই উদযাপনের ব্যাপ্তি আর আয়োজন পাল্টিয়েছে। অবশ্যই আপনি ছুটিটা তার মর্যাদা নিয়ে পালন করার কথা তখনই ভাবতে পারেন যখন হাতে টাকা থাকে।
গত সপ্তাহে আমি ব্লগারদের জিজ্ঞাসা করেছিলাম নওরিজ সম্পর্কে তাদের অনুভূতি ও মতামত জানাতে, যেহেতু এটা ঐতিহ্য বাহি এবং রাষ্ট্র দ্বারা আরোপিত নতুন ছুটি। ইহোট বলেছেন যে নওরিজ গতানুগতিক ইংরেজী নতুন বছরের আনুষ্ঠানিকতা থেকে বেশী কিছু কারন এতে সার বস্তু আছে, যা ইকুইনোক্স (সায়ন -দিন-রাতের সন্ধিক্ষণ) মেনে চলে এবং অন্য দিকে ইংরেজী ক্যালেন্ডারের নতুন বছর রোমান প্রশাসনিক ব্যবস্থার অন্তর্গত। বিরেহারজ আপত্তি করেছে: “ নওরোজ গ্রহনযোগ্য না, এটি দেবদেবীর পূজার ছুটি, আমার জন্য আর একটি সাধারণ ছুটি এটা।”
প্যাসিফিস্ট ও এর সমালোচনা করেছেন: “আমি কখনো এটি উদযাপন করি নি আর কোন মানেও খুঁজে পাই না। আমি যখন স্কুলে ছিলাম , কর্তৃপক্ষ জোর করে নওরিজে কিছু করাত। জোরপূর্বক কিছুই কোন মজা হয় না।” হোয়াইটউইমেনও এই ছুটির কিছু বুঝতে পারেন না, যদিও তিনি স্বীকার করেছেন যে অন্য ছুটিতেও তিনি উত্তেজিত হন না।” আমি জানি নওরিজ বসন্তের শুরু, আর আমি সব সময় এই দিনের অপেক্ষায় থাকি। ছুটির জন্য না, গরম আবহাওয়ার জন্য।”
কিন্তু জরিপে দেখা গেছে যে বেশীর ভাগ ব্লগার নওরিজ পছন্দ করেন। রাজগ্লাজ বলেছেন এটা তাকে আনন্দ দেয় কারন এটি পুন:জন্ম আর পুন:জাগরণের সাথে যুক্ত, আর মনে করেন এটা দেহ তত্তের সাথে সম্পৃক্ত – হরমোনের বসন্ত উৎসব। আইএ রোবোট ছুটির ধারনাটি পছন্দ করেন আর চমৎকার আবহাওয়ার কথাও বলেন ”ছুটি আনন্দ বিহীন হতে পারে না, জৈব পদার্থরা এ সময় জেগে ওঠে”। রাশিয়ার সাথে সীমান্তের একটা ‘কম’ কাজাখ এলাকা পাভ্লোদার থেকে স্লাভোয়ারা নওরোজ খুবই পছন্দ করেন: ”আমার মনে হয় এটা সত্যিই একটি সীমান্ত অন্চল যখন নওরিজ বসন্ত আসে।”
ডলফিন কেজেড আর পুলেমেতচিজ্জা বিশ্বাস করেন বসন্তের এটা প্রথম ছুটি , মার্চ ৮ আন্তর্জাতিক নারী দিবস বাদ দিলে যা সি আই এস দেশ গুলোতে সোভিয়েত নিয়মে পালিত হয়।” এটা সত্যিকারের বসন্তের ছুটি, মার্চ ৮ তারিখের থেকে অবশ্যই আলাদা, আপনাকে কোন নারী বা অন্য কাউকে কোন উপহার দিতে হবে না- শুধু নওরিজের শুভেচ্ছা সবাইকে জানানো। ভালো!” লিখেছেন পুলেমেতচিজ্জা।
অনেকে এই ছুটিতে শহরের বাইরে প্রথম বেড়াতে যায় বা পাহাড়ে পিকনিক করতে। ক্রেজি টি৩ডি ভাবছেন এই ছুটি কি করে আনন্দের না হয়: “বসন্তের আমেজ, ঠান্ডা থেকে গরম আবহাওয়া শুরুর সময়, নদীতে ট্রাউট মাছ ধরা বা পাহাড়ে মজার গ্রিল – এর থেকে ভালো আর কি হতে পারে মরা শীতের পর?” কাতেনা৭ আর লুলু রাজি তাদের পরিবারের সাথে এই ছুটি উদযাপন করে থাকে শহরের বাইরে গিয়ে আর এটা ঠিক যে সমাজে এই ছুটি আসন করে বসেছে।
লামান্জ যোগ করেছেন: “আমি এই ছুটি ভালোবাসি, যদিও এটা সরকারী ভাবে শুরু করা হয়েছে। এটা আমাদের পারিবারিক ছুটিতে পরিণত হয়েছে – আর যেহেতু আমাদের পরিবার বহু গোত্রীয় আমরা তাই নওরোজ আর ইস্টার পালন করি এক সাথে!” আলতানিয়া স্টার এই ছুটির ভাল স্মৃতি মনে করেছেন, যেহেতু তিনি তাদের দলে পড়েন যারা ছোট বেলা থেকে নওরোজ পালন করে: “সব কিছু জীবন্ত হয়ে যাচ্ছে, আর ঘোড়া, খাবার, মিষ্টি দিয়ে উৎসব হচ্ছে। আমি এখন অপেক্ষা করি আমার বিশাল পরিবারের সাথে দেখা হওয়ার জন্য … মজার ব্যাপার… নওরিজ একটা ছুটি যেটা ফিরে এলো,” সে বলেছে।
আক্তোবা, পশ্চিম কাজাকিস্থান থেকে ঝুল্ডিজ সন্দেহ প্রকাশ করেছেন যে নওরিজ সত্যি সত্যি কাজাখস্তানে স্থান পেয়েছে কিনা- হয়তো, লোকে হয়তো তাতে অভ্যস্ত হয়েছে শুধুমাত্র। হোয়েলভার্ট আরো সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় কর্তৃপক্ষের অতিরিক্ত উৎসাহের কারনে: “আমার মনে হয় এটা আরো খারাপ জটলা হচ্ছে- তারা ফার গাছ লাগিয়েছে নওরোজের জন্য! পূর্বে মূল স্কোয়ারের যে কোন ইয়ার্টে ঢোকা যেত আর খাবার চেখে দেখা যেত। এবারের উৎসব একটা টিনসেল শো মনে হয়েছে”।
হয়তো কাজাকিস্থানের বহুগোত্রীয় জনগণ নওরিজ সম্পর্কে ভালো চিন্তা করে কারন এটা বসন্তের শুরু আর তা ছাড়া ছুটিটি অরাজনৈতিক। অন্য কোন নতুন ছুটি মানুষের এই ভালোবাসা লাভ করার বড়াই করতে পারে না।