আফ্রিকান লফ্ট কেনিয়ার বস্তি-টিভি নিয়ে একটি রিপোর্ট লিখেছে [1]: “এটি পরিচালিত হয় মাথারে, কেনিয়ার সবচেয়ে বড় বস্তি থেকে। বস্তি-টিভি তৈরি হয়েছে বস্তিবাসীদের জীবনযাত্রা তুলে ধরার জন্যে এবং এটি সত্যি ক্যামেরায় এদের জীবনকে পুন:মূল্যায়ন করে।”
কেনিয়া: বস্তি টিভি
· লিখেছেন Ndesanjo Macha অনুবাদ করেছেন রেজওয়ান
বিষয়বস্তু: কেনিয়া, চলচ্চিত্র, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি