- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস হোম পেজে কিছু সংযোজন

বিষয়বস্তু: ঘোষণা

গ্লোবাল ভয়েসেস প্রকল্পের শুরু থেকে গত চার বছরে এটি বিশ্বের ব্লগ কমিউনিটিকে তুলে ধরার চেয়েও বেশী কিছু অর্জন করেছে। তাই আমাদের হোম পেজে [1] বিশ্বের উল্লেখযোগ্য ব্লগগুলোর উল্লেখ ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা আপনাদের হয়ত নজর এড়াতে পারে। আমরা সম্প্রতি আমাদের হোম পেজে কিছু পরিবর্তন এনেছি যাতে আমাদের প্রকল্পের বিভিন্ন অংশগুলো গুরুত্ব পায় এবং আপনারা সহজেই সেগুলো খুঁজে পেতে পারেন।

আমাদের লিঙ্গুয়া অনুবাদ সাইট [2], যা গ্লোবাল ভয়েসেস এর ইংরেজী ভাষার লেখাগুলোকে ১৩টি ভাষায় (আরও আসছে) অনুবাদ [3] করে যাচ্ছে তা এখন থেকে হোম পেজের ডান দিকে উপরে একটি অংশ থেকে আপনারা সহজেই আকাঙ্খিত ভাষায় ক্লিক করে পড়তে পারবেন।

আমাদের বিশেষ কভারেজ পাতাগুলো [4] যা নাগরিক সাংবাদিকদের দৃষ্টিভঙ্গীতে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী যেমন বার্মায় প্রতিবাদ ও নিপীড়ন [5], বেনজীর ভুট্টোর উপর আততায়ী হামলা [5], কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা [6] এবং আতি সম্প্রতি তিব্বতে গণঅভ্যুত্থান [7] ইত্যাদি তুলে ধরে সেগুলো আপনারা এখন হোম পেজে গ্লোবাল ভয়েসেস এর বড় লোগোর নীচে থেকেই ক্লিক করে পড়তে পারবেন। এছাড়াও ফিচার্ড পোস্টের নীচেও সাম্প্রতিক বিশেষ কাভারেজ পাতাগোলোর লিন্ক দেয়া থাকবে।

এবং সর্বশেষে আমাদের অন্যান্য উদ্যোগ গুলো যেমন আমাদের ব্লগ প্রসার শাখা রাইজিং ভয়েসেস [8], এডভোকেসী শাখা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী [9], এবং আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের উপর আমাদের বিশেষ সাইট ভয়েসেস উইদাউট ভোট [10]স এখান হোম পেজের ডান দিকের সাইড বারে আমাদের লিন্কগুলোর নীচেই সংক্ষিপ্তাকারে উপস্থাপিত হচ্ছে।