লিঙ্গুয়া পরিবারে জার্মান, আলবেনিয়ান আর ম্যাসেডোনিয়ানদের স্বাগতম

গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া গর্বের সাথে জানাচ্ছে যে আজ থেকে গ্লোবাল ভয়েসেস জার্মান, আলবেনিয়ান আর ম্যাসেডোনিয়ান (অনুবাদ) সাইট শুরু হচ্ছে। নতুন এক অধ্যায় শুরু হল এর মাধ্যমে।

লিঙ্গুয়া শুরুর পর থেকে আমরা বেশ অনেকজন স্বত:স্ফূর্ত সম্পাদক আর সেচ্ছাসেবী পেয়েছি যারা তাদের আবেগ কে শব্দে পরিনত করছেন। তাদের মূল্যবান চেষ্টার কারনে গ্লোবাল ভয়েসেস এখন অনেক দেশের অনেক ভাষার লোকের কাছে পৌছায়। লিঙ্গুয়া বহুভাষী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর স্বতন্ত্রতা ও স্বকীয়তা তুলে ধরেছে।

এইসব অনুবাদক (মেশিনের অনুবাদ না!) তাদের সময় আর মেধা দিয়েছেন গ্লোবাল ভয়েসেসের উদ্দেশ্য পূরণে  – সেই সব জায়গায় আর মানুষের উপর আলোকপাত করতে যাদেরকে অন্যান্য মিডিয়া প্রায় অবহেলা করে। তাদের অনুবাদ গ্লোবাল ভয়েসেসকে সাহায্য করেছে নতুন শ্রোতা পেতে।

এখন লিঙ্গুয়ায় এক ডজনেরও বেশী ভাষায় অনুবাদ করা লেখা আছে। অবশ্যই এটা যথেষ্ট না! অনেক ভাষা লিঙ্গুয়ার মধ্যে এখনো আসে নি, আর এই ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আরো ভাষা আসবে ভবিষ্যতে। আমাদের সাথে যোগদানে আপনিও স্বাগত! আপনি যদি এর সাথে জড়িত হতে চান তাহলে দয়া করে লিঙ্গুয়া পেজ এ চোখ বুলান বিস্তারিত তথ্যের জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .