ভিডিও হাব: পৃথিবী ব্যাপি মহিলা অ্যাক্টিভিস্টদের (প্রতিবাদী) অধিকার রক্ষা করে চলেছে

‘উইটনেস’ এর দ্যা হাব বেটামহিলাদের জন্য মানবাধিকার, সবার জন্য মানবাধিকার‘ শীর্ষক অনুষ্ঠানের ৩টি ভিডিও দেখিয়েছে যেখানে অন্যান্য মহিলাদের অধিকার রক্ষায় নিবেদিত ৩জন বলিষ্ঠ মহিলা বলছেন মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন সম্পর্কে

ক্যাম্পেইনের ওয়েবসাইট থেকে:

মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন মহিলা অধিকার রক্ষার একটা আন্তর্জাতিক প্রচেষ্টা সেই সব মহিলা কর্মীদের স্বীকৃতি আর রক্ষার যারা সবার জন্যে মানবাধিকার রক্ষার জন্য চেষ্টা করেন। এই ক্যাম্পেইনে বলা হয়েছে যে যে সব মহিলা বিশেষ করে মহিলাদের অধিকার রক্ষার জন্য কাজ করে তারা নিজেদের লিঙ্গের জন্য অনেক সময় নির্যাতনের শিকার হন। এ ছাড়া এখানে যারা মহিলাদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে তাদের পরিস্থিতি বিশেষ করে যারা সমকামী, বাইসেক্সুয়াল, উভলিঙ্গদের নিয়ে কাজ করে তারা যে সব নির্যাতনের সম্মুখীন হন তা তুলে ধরেছে। এইসব কর্মীদের পরিচয় আর তারা যে ধরনের অধিকার তুলে ধরতে চায় দুটো মিলে তাদেরকে এই ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

বর্তমানে হাব এ ৩টি ভিডিও আছে, আর তা সম্পাদকের সেরা হিসেবে বাছা হয়েছে:

১) শ্রীলংকার ইনফর্ম সংগঠনের এর সুনিলা আবেয়েসেকেরা এই ক্যাম্পেইন আর কি করে লিঙ্গ বিষয়ক জিনিষ মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য বাস্তবায়ন করা প্রয়োজন তা তুলে ধরেছেন।

২) এ ডাব্লিউ আই ডি সংগঠনের লিডিয়া আলপিজার বলেছেন লিঙ্গ সমতার ব্যাপারে অযৌন সব বিষয় গুরুত্বপূর্ণ যেমন অর্থায়ন বলে তিনি মনে করেন: ‘মূলধন ছাড়া কষ্টার্জিত রাজনৈতিক ইচ্ছা মহিলাদের অধিকার তুলে ধরার কোন সম্ভাবনা নেই’

৩) আর গ্লোবাল ক্যাম্পেন টু স্টোপ কিলিং এন্ড স্টোনিং এর আয়েশা শাহিদ ব্যাখ্যা করেছেন কেন ঐতিহ্য বা ধর্মের উপর ভিত্তি করে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হওয়া উচিত।

নিন্মে উক্ত তিন মহিলার ভিডিও দেয়া হল যা ভায়োলেটা ক্রাসনিক আপলোড করেছেন।

তাহলে হাব কি? এটা একটা ওয়েবসাইট যেখানে মানবাধিকার সংক্রান্ত ভিডিও যে কেউ দিতে পারেন, যাতে এই বিষয়ে উৎসাহীরা এটা দেখতে পারে, অন্যান্য নিয়মিত ভিডিও আপলোডিং থেকে কষ্ট করে খোঁজার চেষ্টা না করে। এটা মানবাধিকার বিষয়ক জিনিষ সরাসরি পাবার একটা উপায় যাদের দরকার তাদের জন্য।

পরেরটি হচ্ছে একটা ৬০ উন্নয়ন মূলক ভিডিও যেটা বোঝাচ্ছে হাব কি করে আর কি করে এতে অংশ গ্রহণ করা যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .