- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মাদাগাস্কার: একমাসে তিনটি প্রচন্ড সাইক্লোন হবার পর শিক্ষা

বিষয়বস্তু: মাদাগাস্কার, মোজাম্বিক, দুর্যোগ, পরিবেশ, মানবতামূলক কার্যক্রম

গত ৩রা জানুয়ারী থেকে তিনটি প্রচণ্ড শক্তির সাইক্লোন [1] মাদাকাস্কারের ব্যাপক ক্ষতি [2] করেছে। এদের সর্বশেষটির নাম ছিল জকুই (Jokwe) যা মাদাগাস্কারের উত্তরান্চলে আঘাত হেনেছিল এবং নোজি-বে তে ৪০টি বাড়ী ধ্বংস করে প্রায় চারশ লোককে আশ্রয়হীন করেছে [3]। এন্টসিরানানা শহরেও সাইক্লোন জকুই তার ছোবল হেনেছে তবে অত ক্ষতি করতে পারে নি। সাইক্লোনটি এখন মোজাম্বিকের উপকুলে বাড়িঘর ধ্বংস করতে ব্যস্ত। এই সাম্প্রতিক ঘূর্ণিঝড় গুলো প্রকৃতির বিভৎস প্রহসন ছিল এবং ব্লগাররা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও প্রস্তুতি নেয়ার জন্যে কর্তৃপক্ষের কাছে আহ্বান করেছে। সাইক্লোন ভুমিতে আঘাত হানার পর কি ধরনের ধ্বংস যজ্ঞ চালিয়েছিল তা গবেষণা করে এ ধরনের ক্ষতি এড়ানো যাবে ভবিষ্যতে, বিশেষ করে যখন ৪র্থ সাইক্লোন ‘কাম্বা’ মাদাগাস্কারের ৭০০ কিমি দুরে অবয়ব নিচ্ছে।

(চিত্র: প্লানেট ভিভান্তের [4] সৌজন্যে)

মারি সোফি (ফরাসী ভাষায় [4]) এবং টোমাভানা (মালাগাসি ভাষায় [5]) কেন এই সাইক্লোনগুলো মাদাগাস্কারে এত বিধ্বংসী হয়েছে তার একটি তালিকা করেছে:

মুশল ধারায় বৃষ্টি […], সাগর পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি […], ঝড়ের কারনে স্রোতের শক্তি বর্ধন […], বায়ুর উচ্চ গতি বেগ […], এই চারটি হচ্ছে এই ধ্বংস যজ্ঞের মূল কারন।

মারি সোফি ব্যাখ্যা করছেন:

শুধু প্রানহানির সংখ্যাই উল্লেখযোগ্য নয় (বছরে প্রায় ৬০০০ মৃত্যু), গৃহহারাদের সংখ্যাও আমাদের ধরতে হবে। অনেক বাড়ীই সাইক্লোন প্রতিরোধ করার মত করে তৈরি নয়। সাইক্লোনের পরোক্ষ ক্ষতি হিসেবে এই অর্থনৈতিক ব্যাপার গুলোও মাথা রাখতে হবে: বাণিজ্যিক বিমান এবং ফেরীর চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতি; পাইপলাইন, বৈদ্যুতিক খুঁটি এবং টেলিফোন লাইনের ক্ষতি। পরিবেশ গত দিক দিয়ে ক্ষতি গুলো সরাসরি, যেমন, বনান্চল ধ্বংস বা বন্যা; অথবা পরোক্ষ যেমন নৌকা উল্টে পানি দুষিত হওয়া বা কলকারখানায় দুর্ঘটনা জনিত দুষন ইত্যাদি।

জোয়ান জানাচ্ছেন বিভিন্ন ত্রাণ ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কথা [6] যাদের মাধ্যমে আপনি এই সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌছাতে পারবেন।