পূর্ব তিমুরঃ সালসিনহা প্রধানমন্ত্রী জানানা গুসমাওকে আক্রমণ করেছিল

তিমুর অনলাইন (পর্তুগীজ ভাষায়) অনুযায়ী গাস্তাও সালসিনহা, যিনি বিপ্লবী নেতা আলফ্রেডো রেইনাডোর স্থলাভিষিক্ত হয়েছেন, স্বীকার করেছেন যে তিনি প্রধানমন্ত্রী জানানা গুসমাও এর প্রতি গুলি চালিয়েছিলেন কিন্তু বলেছেন তারা তাকে প্রাণে মারতে চান নি। আলফ্রেডো রেইনাডো পূর্ব তিমুরের সরকার প্রধানের প্রতি আততায়ী হামলার সময় মারা যান। “তাই সামরিক অভ্যুত্থান এবং অপহরণ করার  গুজব সঠিক নয়।  তবে এটি এখনও অপরিস্কার আলফ্রেডো রেইনাডো রামোস হোর্তার (আহত রাষ্ট্রপতি) বাড়ীতে কি করছিল” এই ব্লগটি জানায়।  এই দেশে আরও ত্রিশ দিন জরুরী অবস্থা থাকবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .