- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জর্জ জুরাদো সিটিজেন মিডিয়া নিয়ে গান করছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, যুবা, সঙ্গীত, রাইজিং ভয়েসেস

(বাংলা সাবটাইটেল না এলে প্যানেল থেকে ভাষা পরিবর্তন করে বাংলা করুন)

 • এমপেগ ৪ ভিডিও (.mp4) ডাউনলোড করুন [1]
 • ফ্ল্যাশ ভিডিও (.flv) ডাউনলোড করুন [2]
 • ইটিউনস এ রাইজিং ভয়েসেস ভিডিওর গ্রাহক হন [3]
 • আমি জানি এটি নিশ্চয়ই শুনতে অদ্ভুত লাগছে যে কেউ একজন ভিডিও ব্লগিং নিয়ে র্যাপ গান করছে। কিন্তু জর্জ জুরাদোর “কনভারজেন্তেস” গানটি শুধু কাব্যিকই নয় এটি অংশগ্রহণকারী মিডিয়া সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয়: “আমরা সৃষ্টি করি কারন আমাদের ভেতর থেকে এটি আসে, আমাদের বাধ্য করা হয় না”।
  কনভারজেনতেস দল
  ছবিতে সর্ব ডানে জর্জ জুরাদো, কনভারজেনতেস এর সব চেয়ে কর্মপটু সদস্য

  কলম্বিয়ার সান জাভিয়ের লা লোমার প্রান্তিক কর্মজীবি সমাজের ২০জন যুবা দ্বারা গঠিত সিটিজেন মিডিয়া দল “কনভারজেন্তেস [4]” এর অন্যতম সদস্য হচ্ছে জর্জ। বৃহৎ ব্লগ প্রসার প্রকল্প হাইপারবাররিও [5] এর তিনটি অংশের মধ্যে এটি একটি। কনভারজেন্তেস একটি শব্দের খেলা যা স্প্যানিশ ভাষায় অভিস্মৃতি, দেখা এবং মানুষ এর সংমিশ্রনে গঠিত।

  জর্জ, যে পূর্বে লা লোমার গ্রাফিটি সংস্কৃতির উপর একটি ছোট ডকুমেন্টারি [6] বানিয়েছিল, ব্লগ করে লা ভোজ দো সিলেন্সিও [7] তে। সে একজন প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার এবং হিপ হপ আর্টিস্ট। জানুয়ারী ২০০৮ এ প্রথম গাওয়া তার গান “কনভারজেন্তেস” এ সে অংশগ্রহনকারী মিডিয়ার সম্ভাবনার কথা বলছে স্থানীয় সমাজের ভূলে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে। এই গানে সে কোনভাবে পেরেছে কনভারজেন্তেস দলের প্রতিটি ওয়েবলগের শিরোনাম এমন ভাবে তুলে ধরতে যাতে এই ব্লগগুলো ও তার পেছনের মানুষগুলোকেও জানা যায়। আপনারাও এই সব ব্লগ (স্প্যানিশ ভাষায়) পড়তে পারবেন “কনভারজেন্তেস [4]” সাইটে গিয়ে এর ডান দিকের সাইডবারে দেয়া তালিকা থেকে ক্লিক করে। ।

  (প্রথমে রাইজিং ভয়েসেস এ প্রকাশিত [8])