- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পাকিস্তানঃ ভোট, নির্বাচন আর গণনা

বিষয়বস্তু: পাকিস্তান, নির্বাচন, রাজনীতি

আজকে পাকিস্তানের লোক যখন ভোট দিচ্ছিল, পাকিস্তানী ব্লগগুলোতে তখনও নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। অল থিংস পাকিস্তান [1] নির্বাচন পর্যবেক্ষণ করছে আর পাঠকদের তাগিদ দিচ্ছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য।

আমরা পাকিস্তান থেকে আমাদের পাঠকদের কাছ থেকে এমন রিপোর্ট পেতে আগ্রহী যে তারা রাস্তায় কি দেখেছে, নিজে ভোট দেয়ার অভিজ্ঞতা কি, আর অন্যদের কাছ থেকে তারা কি শুনছে। আমরা টেলিভিশনে যা দেখবো তার থেকে এই ধরনের রিপোর্ট অনেক বেশী গুরুত্বপূর্ণ।

ক্রো'স নেস্ট [2] ব্যাখ্যা করছে কেন ভোট দেয়া একটি বৃথা প্রক্রিয়া কারন এই ভোটের ফলাফল গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোনভাবে প্রভাবিত করবে না। নির্বাচন যদি কারচুপি নাও করা হয়, কিছু লোকের অপরিবর্তনীয় রাজনৈতিক পছন্দের মানে হল যে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

আমি ভোট দেবো না কারন আমি জানি নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে। নির্বাচন প্রক্রিয়া এত গভীরভাবে পক্ষপাত যুক্ত আর ত্রুটিপূর্ণ যে স্বৈরশাসকই জিতবে। তার সব প্রতিকূলতা তৈরি করে রাখা আমার বিরুদ্ধে। আমি আর আমার আদর্শবাদী মনোভাব কখনো জিতবে না। কারন সে একজন সৈনিক নিজের লোকের সাথে যে যুদ্ধে লিপ্ত আর আমি একজন সাধারণ নাগরিক। আমি ভোট দেব না কারন আমার এলাকার কোন প্রার্থী ভোট দেয়ার যোগ্য না। আমি ভোট দেব না কারন আমি না বলতে চাই সেই একের পর এক ভূমিপ্রভুর দমনের শাসনকে।

অন্যদিকে কে ও [3] ব্লগের লেখক মনে হচ্ছে ভোট দিতে অতি আগ্রহী, কিন্তু পারছেন না খারাপ ভাবে তৈরি নির্বাচন তালিকার জন্য যেখানে নিবন্ধিত ভোটারও বাদ পড়েছে, আর বাদ যাওয়া নাম নিয়ে কিছু বলার উপায় নেই।

ভোটার লিস্ট আমি যত খারাপ হবে ভেবেছিলাম তাই হয়েছে- আসলে আরও খারাপ হয়েছে, আমার অতি অল্প আশাবাদ সত্বেও। নির্বাচনের ওয়েবসাইট ব্যবহার অনুপযোগী আর অনেক নাম তাতে নেই যেটা পুরানো লিস্টে ছিল। যেমন আমার পরিবার আর আত্মীয়দের মধ্যে অনেকের নাম এতে নেই- বেশীর ভাগ যারা পূর্ব নিবন্ধিত ভোটার।

আমাদের নাম লিস্টে না থাকলেও, আমি ভোট দিতে গিয়েছিলাম- ৩ ঘন্টা ধরে আমার এলাকার সব ভোট কেন্দ্রে গিয়েছি, আর একটাতেও আমি নিবন্ধিত ছিলাম না। আমি বেশ কিছু লোক দেখলাম যাদের আমি চিনি, আর তাদের মধ্যে ৫০% লিস্টে নেই- তাই আমরা ভোট না দিয়ে ফিরে এসেছি।

মেট্রোব্লগিং ইসলামাবাদের [4] শাহাব ভোট দিতে পেরে বেশ উত্তেজিত, আর বলেছেন অনেক লোক ভোট না দিয়ে পিছিয়ে যায় এই দাবি করে যে সব রাজনীতিবিদরাই খারাপ।

পার্লামেন্ট ওয়াচ [5] এলাকা ভিত্তিক নির্বাচনের ফলাফল লিপিবদ্ধ করছে। দ্যা পাকিস্তানি স্পেক্টেটর [6] নির্বাচনের উপর লাগাতার রিপোর্ট করছে।