সরকারী ঘোষণা বা জনপ্রিয়তা যে কারনেই হোক জাতীয় খেলা [1] প্রতিটি দেশেরই একটি সাংস্কৃতিক ঐতিহ্য। সব বয়সী এবং সব ধর্ম-বর্ণের লোকেরাই এই খেলাতে অংশগ্রহণ করে থাকে অথবা তাদের প্রিয় দল বা খেলোয়ারদের সমর্থন দিয়ে থাকে। আমরা এখানে মূলত: কলম্বিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় খেলা সম্পর্কে আলোকপাত করব।
ছবিতে তেজো খেলা [2] -তুলেছেন লুইস পেরেজ [3]
কলম্বিয়াতে রামিরোপারিয়াস [4] নিন্মের ভিডিওটি তুলে দিয়েছেন যা তেজো [5] খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে (স্প্যানিশ ভাষায়)। এই খেলায় ২ কেজি ওজনের একটি লৌহ পিন্ডকে দুর থেকে একটি ভেজা মাটি পূর্ণ পাটাতনে ছুড়ে মারতে হয়। পয়েন্ট পাবার জন্যে ঐ ভেজা মাটিতে একটি বৃত্তাকার স্থানে রাখা চারটি চিন্হ (ফিউজ নাম) এর মধ্যে লৌহ পিন্ডটি ফেলতে হয়। আপনি ইয়েসিডো [6] কর্তৃক তুলে দেয়া নিন্মের ভিডিওতে খেলাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
জাপানের জাতীয় খেলা সুমো কুস্তি [7]। সুমো একটি ঐতিহ্যবাহী ও সংস্কার মূলক খেলা যাতে দুজন কুস্তিগীর একে অপরকে গায়ের জোড়ে একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে ফেলে দেয়ার চেষ্টা করে অথবা অপরের পায়ের পাতা ছাড়া শরীরের অন্যান্য অংশকে মাটিতে ছোঁয়াতে চেষ্টা করে। পূর্নামাবের তুলে দেয়া [8] নীচের ভিডিওতে গত নভেস্বরে ফুকুওকা, জাপানে অনুষ্ঠিত একটি সুমো খেলা দেখানো হচ্ছে:
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমরা দেখি সিলাত [9] নামক মার্শাল আর্ট/লোক নৃত্য। নীচে তার একটি ভিডিও [10]:
কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে উটের দৌড় [11] একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং বর্তমানে এর আধুনিকীকরন করা হয়েছে। পূর্বে ৬ বছরের কম বয়সী বালকেরা উটের পিঠে চড়ে দৌড়ে অংশ নিত কারন তাদের কম উচ্চতা এবং ওজন উটকে দ্রুত চলতে সহায়তা করত। বর্তমান কালে তাদের পরিবর্তে রোবটরা উটের পিঠে চড়ে তাকে পরিচালিত করে যেমন আপনারা কাতার ভিজিটরের [12] নীচের ভিডিওতে দেখতে পাবেন :
এ ছাড়াও অন্যান্য দেশের জাতীয় খেলা সম্পর্কে জানার জন্যে রোমানিয়ায় অইনা খেলার ভিডিও [13], মেক্সিকোতে চ্যারিয়াডা [14], এবং মঙ্গোলিয়াতে ধনুর্বিদ্যা দেখুন [15]।