- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

হিন্দি ব্লগঃ বিজ্ঞাপন থেকে আয়, বলিউড আর অন্যান্য গল্প

বিষয়বস্তু: ভারত, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি

বেশ কয়েক জন ব্লগার যারা ইংরেজীতে লিখেন তাদের কোন সমস্যা হয় না বেশ কিছু বিজ্ঞাপন তাদের ব্লগে যুক্ত করে দিয়ে ভালো আয় পেতে। কিন্তু ঝামেলা হয় যখন আপনি ইংরেজীতে ব্লগ না করে অন্য ভাষাতে করেন কারন তখন বিজ্ঞাপন দেবার সুযোগ কমে যায়। যখন হিন্দিতে ব্লগ করা হয় তখন গুগুল এড সেন্স এর মত প্রোগ্রাম থেকে বিজ্ঞাপনের আয় প্রায় শূন্য হয়ে যায়।

যেসব হিন্দি ওয়েবসাইট একটু ভালো আয় পায় তা হল শুধুমাত্র মিডিয়া হাউজের বড় সংবাদ ওয়েবসাইট বা বড় আর জনপ্রিয় পোর্টাল যারা এডসেন্স এর মতো এড প্রোগ্রাম থেকে নয় বরং সরাসরি বিজ্ঞাপন পায় বলে। কিন্তু বোল হাল্লাতে [1] সাক্ষাৎকারের সময় জিতেন্দ্র চৌধুরী [2] বলেছেন যে অবস্থা এর চেয়ে ভালো হবে। হিন্দি ব্লগে জিতু নামে পরিচিত আর বর্তমানে জনপ্রিয় হিন্দি ব্লগ সঙ্কলক নারাদ [3] এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা জিতেন্দ্র মনে করেন যে হিন্দি ব্লগারদের উচিত নির্দিষ্ট বিষয়ে লিখে নিজেদের জন্যে আলাদা একটি অবস্থান তৈরি করে নেয়া।

তিনি মনে করেন যে হিন্দি ওয়েবসাইটের ভালো দিন আসছে আর বড় ওয়েবসাইট গুলোর দরকার ভালো বিষয়বস্তু আর হিন্দি ব্লগাররা সেই দাবি পূরণ করতে পারে। আর একটা বিষয় হল সাম্প্রতিক কালে গুগুল এডসেন্স এর মত সাধারণ পাবলিক এড প্রোগ্রাম হিন্দি ভাষার এড দেয়া শুরু করেছে আর অচিরেই বিজ্ঞাপনদাতারা নিজেরাই জনপ্রিয় ব্লগের সাথে সরাসরি যোগাযোগ করবে।

আর যদি আপনি কতিপয় ব্লগকে [4] বিশ্বাস করেন তাহলে জনপ্রিয় যোগব্যায়াম গুরু বাবা রামদেভ এখন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির কাছ থেকে ( হ্যা, যিনি বিগ ব্রাদার শো জিতেছিলেন ইউ কে তে) যিনি সম্প্রতি যোগ ব্যায়ামের উপর তার নিজের একটা ডিভিডি বাজার জাত করেছেন। আর এটাই সব না, গুঞ্জন আছে [5] যে মাল্লিকা শেরাওয়াত একজন প্রবাসী ভারতীয় প্রযোজকের কাছে তার চলচ্চিত্রের একটা গানের জন্য ১ কোটি রুপি চেয়েছে আর সেই প্রযোজক সেখান থেকে এত দ্রুত বেরিয়ে গিয়েছে যে দ্য ফ্লাশ [6] তা দেখলে লজ্জা পেত !!

হর্শবর্ধন [7] জানাচ্ছেন যে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ১২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে আর আগামী ১৬, ১৭ আর ১৮ই ফেব্রুয়ারি একটি বড় এলামনাই সম্মিলন আয়োজন করছে। এটি হবে একটি আন্তর্জাতিক ব্যাপার বেশ কিছু অনুষ্ঠান আর সিম্পোজিয়াম সহ।

লিন্ক: নারাদের [3] সৌজন্যে