ব্রুস টাস্কার নাম্নী এক প্রবাসী শ্রমিক, যিনি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক থেকে ক্ষতিপূরণ পাবার চেষ্টা করছেন তাকে নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে, আর্মেনিয়ার সরকারী ঊর্ধ্বতন মহল এবং এই আন্তর্জাতিক অর্থ প্রদানকারী সংস্থায় (বিশ্বব্যান্ক) ব্যাপক দুর্নীতির অভিযোগ করে আসছেন। তার লেখা ব্লোয়িং ইন দ্য ওয়ার্ল্ড ব্যান্ক হু্ইসেল (বিশ্ব ব্যান্কের গোমড় ফাঁস করে দেয়া) এই দুর্নীতি সম্পর্কে বিষদ আলোচনা করছে।