একটি নির্দিষ্ট কারনে ব্লগ! ব্লগের পক্ষ সমর্থনের (এডভোকেসি) জন্যে গ্লোবাল ভয়েসেস সহায়িকা

গ্লোবাল ভয়েসেস এডভোকেসি আনন্দের সাথে জানাচ্ছে যে এর পরিকল্পিত কত গুলো সহায়িকার মধ্যে দ্বিতীয়টি প্রকাশিত হয়েছে। এটি ইন্টারনেট ফিল্টারিং কে বোকা বানানো, বেনামে ব্লগিং আর ইন্টারনেট সম্পর্কিত হাতিয়ার গুলো ব্যবহার করে সামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আন্দোলন এই ধরনের বিষয়ের উপর লক্ষ্য রেখেছে।

একটি নির্দিষ্ট কারনে ব্লগ! ব্লগের পক্ষসমর্থনের (এডভোকেসি) জন্যে গ্লোবাল ভয়েসেস সহায়িকাতে ব্যাখ্যা করা হয়েছে কি করে আন্দোলনকারীরা পৃথিবী ব্যাপী অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করার সময় ব্লগ ব্যবহার করতে পারেন। ব্লগিং আন্দোলনকারীদের বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। এটি একটা দ্রুত, সস্তা আর সহজলভ্য উপায় ইন্টারনেটে নিজের উপস্থিতি প্রমানের জন্য, নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রচারের জন্য আর সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতিনির্ধারকদের প্রভাবিত করার জন্য কার্যক্রম চালানোর জন্যে।

একটি নির্দিষ্ট কারনে ব্লগ! এর লক্ষ্য দুটি: জানানো আর উদ্বুদ্ধ করা। সহায়িকাটি তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে এটা বাস্তব সম্মত আর ব্যবহার উপযোগী হয়, আর আন্দোলন কারীদের কয়েকটা সহজে মেনে চলার উপায় বলা হয় যেখানে কি করে ব্লগ ব্যবহার করে তাদের কারনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তা বলা হয়।

সহায়িকাটি ৫ ভাগে ভাগ করা:

১) বহুল জিজ্ঞাসিত প্রশ্ন যে ব্লগ এডভোকেসি (পক্ষ সমর্থন বা ওকালতি) কি

২) একটি সফল এডভোকেসি ব্লগের ৫টি মূল বিষয়

৩) এডভোকেসি ব্লগ তৈরির ৪ টা ধাপ

৪) কি করে আপনার ব্লগকে সেচ্ছাসেবকদের একটা জীবন্ত গোষ্ঠী তৈরি করবেন

৫) ব্লগে যারা কাজ করে তাদেরকে অনলাইনে কি করে নিরাপদ রাখা যায় তার বিবিধ উপায়

উপরে দেয়া তথ্য ছাড়াও এই সহায়িকা (গাইড) ভরা আছে সারা বিশ্বের এডভোকেসি ব্লগের উদাহরণ যার মাধ্যমে পাঠকরা জানতে পারেন যে কি করা সম্ভব। এইসব প্রাসঙ্গিক এডভোকেসি ব্লগের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে, যার মধ্যে আছে সৌদি আরবে জেলে থাকা ব্লগারের মুক্তি, হংকং এর পরিবেশ রক্ষা আর দারফুরের সংঘাতের বিরোধিতা করা।

এই সহায়িকাটি মেরি জয়েস লিখেছেন, বস্টনে অবস্থিত ডিজিটাল এক্টিভিজমের একজন ছাত্রী, যে কাজটি গ্লোবাল ভয়েসেস এডভোকেসি শুরু করেছেন, সেন্সরশীপ বিরোধী একটি গ্লোবাল ভয়েসেসের অনলাইন প্রকল্প।

যদি আপনার ব্লগ কার্যক্রম শুরু করার সময় এই গাইডে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদেরকে দয়া করে মেইলে জানান।

ইংরেজী একটি নির্দিষ্ট কারনে ব্লগ! ডাউনলোড করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করেন।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন মেরী MaryCJoyce [ at ] gmail [ dot ] com এই ঠিকানায় অথবা গ্লোবাল ভয়েসেস এডভোকেসি সমন্নয়ক Sami Ben Gharbia advocacy [ at ] globalvoicesonline [ dot ] org এই ঠিকানায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .