পূর্ব কঙ্গোতে একটি নতুন শান্তি চুক্তির ফলে উজ্জীবিত হয়ে আফ্রিকুইন কঙ্গো ভয়েসে এসে জিজ্ঞাসা করছেন:
রুয়ান্ডায় ১৯৯৪ এ গণহত্যার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইবুনাল প্রতিষ্ঠা করে। কেন কঙ্গোতে একই ধরনের কোর্ট থাকবে না যেটা শাস্তি দেবে যারা সংঘর্ষে লিপ্ত ছিল: বিদ্রোহী, তাদের নেতা, অবৈধ খনিতে কাজ করা ব্যক্তি ইত্যাদি সবাইকে? কঙ্গোর মানুষদের জমি যে ভাবে লুটে নেয়া হয়েছে বা তারা যে সব কষ্ট সহ্য করেছে তার ক্ষতিপূরণ করা কখনই সম্ভব নয়। তাদের এখন যা দরকার তা হল শান্তি আর সুবিচার।
কেনিয়ার সাম্প্রতিক সমস্যা গুলোর থেকে ডি আর কঙ্গোর শান্তি চুক্তিটি প্রচার মাধ্যমে কম প্রাধান্য পেয়েছে। আই অন আফ্রিকায় একটি লম্বা লেখায় পাস্কাল কাম্বালে এই দুই দেশের উপর পশ্চিমা দেশ গুলোর ভূমিকা নিয়ে একটা সুন্দর তুলনা করেছেন:
কিবাকির সরকারের দুর্নীতির যে সব প্রমান জড়ো করা হয়েছে আর তার চারপাশের বন্ধুরা গত ৩ বছরে যে অবৈধ সম্পদ অর্জন করেছে যা ২৪ বছরে মোয়া পারেন নি, কিন্তু পশ্চিম কিবাকির উপর একই চাপ দিতে পারল না তার পূর্বসুরির মতো। অনেক দুর্নীতির ঝামেলা পার হয়ে, ধন্যবাদ পশ্চিমের নির্লিপ্ততার জন্য, প্রেসিডেন্ট কিবাকি হয়তো নিজেকে বলেছেন যে ভবিষ্যতে তিনি একই ভাবে নির্বাচন কে নাড়াচাড়া করতে পারবেন…
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যারা পরামর্শ দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে যাতে তারা চাপ দেয় মধ্যবর্তী সরকারের উপর দুর্নীতি কমানোর জন্যে, তার উত্তরে কিনশাশার কূটনীতিকরা জানিয়েছে যে এখন এই সংঘাতময় অবস্থাকে শান্ত ও স্থিতিশীল করা প্রধান কাজ, তাই যে কোন মূল্যে সাঁকো নাড়ানো যাবে না যাতে দেশ যুদ্ধাবস্থায় ফিরে যায়। নির্বাচনের এক বছর পর মনে হচ্ছে যে নৌকাটি ডুবে যাচ্ছে আর তার চালক তা নিয়ন্ত্রণ করতে পারছে না।
সেড্রিক কালোঞ্জি, যার সাক্ষাৎকার গত নভেম্বরে আমরা নিয়েছিলাম, তার ব্লগের ইংরেজী সংস্করণ আছে এখন। এটি সম্ভব করার জন্যে ধন্যবাদ একজন স্বেচ্ছাসেবক অনুবাদকের ( মাঝে মাঝে ইংরেজী অনুবাদটি আসতে সময় লাগে – সাম্প্রতিক লেখার অনুবাদ দেখার জন্য অপেক্ষা করেন ট্রাফিক পুলিশের উপর)। নীচে একটা ভাঙ্গা বাসের ছবি আছে আর সে বলেছে (ফরাসীতে, ইংরেজীতে):
এই ধরনের দুর্ঘটনা কেন হয় তা জিজ্ঞাসা করা বেকার, কারন খুবই স্পষ্ট। আজ সকালে এই অতি প্রাচীন বাসে ৪০ জন লোক ছিল , যেখানে ২০ জন লোক বসতে পারে। আমাকে আরো বলতে হবে যে কঙ্গোতে ড্রাইভিং লাইসেন্স এর জন্য কোন পরীক্ষা দিতে হয়না, এটা কেনা যায়। যার ফলে প্রায় দেখা যায় একটু চালাতে পারে এমন লোক বাস চালাচ্ছে।
আমি আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেই নি আর আমাকে এটি গিয়ে আনতেও হয় নি। আমি আমার এক বন্ধুকে কিছু টাকা দিয়েছিলাম আর সে গিয়ে কিনে নিয়ে এসেছে।
দু কাবিয়াও আ কিনশাশা একটি দুর্ঘটনা কবলিত ট্রাকের ছবি দিয়েছেন। তিনি বলেছেন গত সপ্তাহে কিনশাশা আর মাতাদি সমুদ্র বন্দরের ২৫০ কিমি রাস্তায় ২০ জন মারা গেছে । নতুন একটি আই আর সি মৃত্যুহার রিপোর্ট যেখানে বলা হয়েছে যে সাব সাহারা অঞ্চলের মধ্যে কঙ্গোতে মৃত্যুর হার ৬৯% বেশী তার উল্লেখ করে তিনি বলেছেন:
যে সব হিসাব আমরা প্রত্যেক দিন সকালে গিলি তার পেছনে কত নাটক আর ভেঙ্গে যাওয়া পরিবার আছে। মাঝেমাঝে আপনাকে একটা রাস্তা দিয়ে হাঁটতে হবে এটা বোঝার জন্য…
( এখানে কি একটা ধারা বের হচ্ছে? যেমন থিম টাইম রেডিও আওয়ার।)
কঙ্গোলিজ ব্লগ থেকে কিছু সাম্প্রতিক খবর:
এলি কিছু অবৈধ মৎস শিকারীকে ধরে তাদের কে এমন শিক্ষা দিয়েছে যা তারা সহজে ভুলবে না:
“আমরা তাদের জাল বাজেয়াপ্ত করেছি (তেলাপিয়া আর মাগুর মাছ ধরার জন্য), তাদের নৌকা পুড়িয়ে দিয়েছি আর যখন তারা তাদের জরিমানা দিয়েছে, পরিবেশ আর ওই স্থানের প্রতি তাদের সচেতনতা বাড়াবার জন্য তাদের সাথে কথা বলেছি ।”
কিসাঙ্গানিতে জ্বালানীর স্বল্পতার কথা জানিয়েছেন ব্রায়ান:
তারা এক একেবারে ১০ লিটার করে বিক্রি করছে , শুধু মাত্র তাদের দুর্নীতি গ্রস্ত লোক দের কাছ ছাড়া যারা জ্বালানী জমিয়ে রাখা হচ্ছে পরে চাহিদার সময়ে বেশী লাভে বিক্রি করার জন্য।আমাদের মাত্র কয়েকটা পেট্রোল স্টেশন আছে আর বেশীর ভাগ তেল শহরে পূন: বিক্রেতারা বিক্রি করে। তারা রাস্তার ধারে তেল ব্যারেলে বা ছোট ছোট বোতলে রাখে। এর সাথে অন্যান্য জিনিষ মিশিয়ে পরিমাণ বাড়িয়ে বিক্রি করার জন্য তারা বেশ খ্যাত।এই ধরনের অভাব তাদের কয়েকজনের জন্য লাভের সময় যাদের যোগাযোগ ভালো আছে আর যারা তা জমিয়ে রেখে দ্বিগুন বা আরো লাভে বিক্রি করতে পারে। অভাব অবশ্য তাদেরকে উৎসাহিত করবে এতে আরো গোপন জিনিষ মেশানোর জন্য যার ফলে আপনার গাড়ি কাশবে আর থামবে।
হারপার হয়ত দায়ী হতে পারে তরুণ দের মধ্যে স্বেচ্ছা সেবী কাজের প্রতি উৎসাহ বৃদ্ধির জন্য, যেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গোমায় শয্যাশায়ী অবস্থায় তার দেখা হয়েছে বেন আফ্লেকের সাথে। কিন্তু উৎসাহী সেচ্ছাসেবীদের উচিত মনে রাখা যে গত সপ্তাহের সাক্ষাৎ আসলে ছিল মায়ি মায়ি মিলিসিয়া আর একদল তরুণ সৈনিক দের সাথে যাদের “চোখে একটা ঘোলাটে ভাব ছিল নুয়ে থাকার আর বিদ্রোহের” যারা “টাকা, আমার ব্রেসলেট, একটা টেলিফোন , আমাকে বিয়ে করতে চাওয়া” এমন অনেক জিনিষ চেয়েছে।”
শেষে কায়শা একটি শুশিরো ব্রান্ডের নতুন গেঞ্জি প্রদর্শন করেছেন যেখানে নিহত প্রধানমন্ত্রী প্যাট্রিক লুমুম্বাকে দেখানো হয়েছে আর কঙ্গো গার্ল কথা দিয়েছেন যে তিনি প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি দেবেন, আর তা শুরু করেছেন কিনশাশার পূর্ব কাসাই এর কোন একটা কুবা কাপড় দিয়ে।