ডাভোস: আগে বেড়ে দেখা এবং ভিডিওর মাধ্যমে অংশগ্রহন

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের রাজনৈতিক আর ব্যবসায়িক নেতাদের নিয়ে বার্ষিক সভা জানুয়ারির ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত হচ্ছে। এই বছর ‘কি করে পৃথিবীকে বসবাসের যোগ্য করা যায়’ এ বিষয়ে সাধারণ মানুষ তাদের মতামত দিয়ে এতে অংশগ্রহণ করতে পারছে ইউটিউবের ভিডিও শেয়ারিং সাইটে তা পোস্ট করে

এবার বিশ্বব্যাপী লোক ওয়েবকাস্টের মাধ্যমে ফোরামের সেশন শুধু দেখতেই পারছে না তারা তাদের মতামত জানাতে পারছে অনলাইনে ভিডিও আপলোড করে যা বিশ্বের শক্তিধারী নেতারা দেখছেন। ইউটিউব চ্যানেলে ভিডিও আর লেখার মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাভোসের এই কথোপকথনের আয়োজকরা তাদের নিমন্ত্রণ পাঠিয়েছে :

(আমাদের) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে, আর বিশ্ব নের্তবৃন্দ কংগ্রেস সেন্টারের ইউটিউব কর্নারে একত্র হচ্ছেন আপনাদের পাঠানো ভিডিও দেখে তাতে সাড়া দেবার জন্য।

আর এখনও খুব দেরি হয়ে যায়নি ডাভোস কথোপকথনে অংশগ্রহণ করতে। আপনি ডাভোস প্রশ্নের উত্তর দিয়ে আপনার ভিডিও জমা দিতে পারেন :

” কোন একটা জিনিষকে আপনি মনে করেন রাষ্ট্র, কোম্পানি আর ব্যক্তির করা উচিত ২০০৮ সালের এই পৃথিবীকে আরও ভালো করার জন্য ?”

আপনাদের কিছু ভিডিও নির্বাচিত প্লেনারি সেশনে দেখানো হবে (জানুয়ারি ২৩-২৭) । বিশ্ব নেতৃবৃন্দ আপনাদের ভিডিও দেখে নিজেদের মন্তব্য করতে থাকবেন।

ইতিমধ্যে ৬০০র বেশী ভিডিও ‘ডাভোস প্রশ্ন’ নামে ইউটিউবে আপলোড করা হয়েছে, ১১৫টি ভিডিওতে বিশ্ব নেতারা আর ডাভোসের অংশগ্রহনকারীরা প্রশ্নের উত্তর দিচ্ছেন আর ১৮৩ জন ব্যবহারকারী তাদের চ্যানেলে ভিডিও যুক্ত করেছে।

প্রশ্নের উত্তর বিভিন্ন ব্যক্তি আর এনজিওর কাছ থেকে আসছে। এই ভিডিও গুলোর স্বরূপ হচ্ছে শুধু লেখা আর তার বর্ণনা, ভিডিও ক্যামেরার সামনে বসে কথা বলা অথবা সম্পাদিত ভিডিও চিত্র সাবটাইটেল সহ। তারা প্রত্যেকে একটি করে ধারণা দিয়েছে পৃথিবীকে বসবাসের উপযুক্ত করার জন্য আর আমি তার মধ্যে থেকে উন্নয়নশীল দেশের ভিডিও থেকে কয়েকটি থেকে নির্বাচিত করেছি ।

যেমন একটি আছে ওভারসিজডেভেলপমেন্ট১ কর্তৃক আপলোড করা:

বৈদেশিক উন্নয়ন কেন্দ্রের ফ্লেচার টেম্বো ডাভোস প্রশ্নের তার উত্তর দিয়েছেন যেখানে তিনি আলোচনা করেছেন পৃথিবী ব্যাপী নাগরিকদের কথা বলার প্রয়োজনীয়তার উপর:

অন্যদের মধ্যে ইরানী সাইবারপেজপান অনলাইনের উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে উন্নত করার কথা বলেছেন:

বাংলাদেশে দারিদ্র দূরীকরণের উদ্যোগ ব্রাক.নেট এনজিওর মাধ্যমে নুর আকতার নাম্নী এই বাংলাদেশী মেয়ে বলছেন লিঙের ভারসাম্যতার কথা আর কেন তা গুরুত্ব পূর্ণ বিশ্বব্যাপি তার মত মেয়েদের ছেলেদের সমান কাজ, শিক্ষা আর সুযোগের অধিকারের পাবার জন্যে:

আর্জেন্টিনা থেকে টোমাস আলেজান্ড্রো তার মতামত জানিয়েছে পৃথিবীকে আরও ভালো করার জন্য আমরা যে দুটি পদক্ষেপ নিতে পারি – তা হলো: ‘আফ্রিকাকে আরো সাহায্য করো আর যুদ্ধ থামানো'।

এগুলো মাত্র কয়েকটি উদাহরণ, আরও অনেক ভিডিও শতশত লোক আপলোড করেছেন যেখানে অনেক ভালো মতামত আছে ইউটিউব দ্যাডাভোসকোয়েশ্চেন চ্যানেলে। ডাভোসে একটা বিশেষ কামরায় এইসব ভিডিও দেখানো হচ্ছে যেখানে সুইজারল্যান্ডের অংশগ্রহনকারীরা নিজেদের মতামত দিতে পারবেন, আর ব্লগাররা বিশ্ব নেতৃবৃন্দের ভিডিওর সাড়া নিয়ে এরই মধ্যে রিপোর্ট করা শুরু করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .