এই রাউন্ডআপে পুয়েরটো রিকোর ব্লগাররা নারীবাদ, জন্মদানের অধিকার আর সমকামী বিয়ে নিয়ে আলোচনা করছে।
সমকামী বিয়ের বিতর্ক পুয়েরটো রিকোতে এসেছে কারন খ্রীস্টান দলরা এলায়েন্স ডিফেন্স ফান্ড এর মত আমেরিকার কট্টরপন্থী দল, যারা গর্ভপাত আর সমকামী বিয়ের বিরুদ্ধে লড়ছে তাদের সহায়তায় চেষ্টা করছে পুয়েরটো রিকোর সংবিধান সংশোধনের যেখানে বিয়ে শুধু একজন পুরুষ আর মহিলার মধ্যে বৈধ হবে।
কারগাজ ঈ ডেসকারগাজ এ ব্লগ করেন এডুইন ভাজকুইজ। তিনি ভয় পাচ্ছেন যে সংবিধান সংশোধিত হলে যারা একই সাথে সমকামী আর হেট্রোসেক্সুয়াল হয়ে থাকে তাদেরও শাস্তি দেয়া হবে। ‘দ্যা ইনকুইজিশান ইন পুয়েরটো রিকো‘ নামক লেখায় (স্পানিশ ভাষায়) উনি দেখিয়েছেন এলায়েন্স ডিফেন্স ফান্ড যে অজস্র মানবাধিকার লংঘন করেছে আর বলেছেন:
No permitamos que gente de afuera venga a trastocar NUESTRA CONSTITUCIÓN. Eso es lo que nos espera en Puerto Rico. Casi veo a la mayoría de los legisladores reuniéndose con estos trogloditas. La línea está trazada y no hay lugar para la indiferencia. A luchar por nuestros derechos.
আমরা এটা হতে দিতে পারিনা যে বাইরের কেউ এসে আমাদের সংবিধান নষ্ট করবে। পুয়েরটো রিকোতে হয়ত আমাদের জন্য এটাই অপেক্ষা করছে। আমি দেখছি যে আমাদের বেশিরভাগ আইন প্রণেতা এটার পক্ষে। সীমানা টানা হয়েছে আর এটির প্রতি অবজ্ঞার কোন স্থান নেই। আমাদের অধিকারের জন্য লড়তে হবে।
নুইয়রিকান (নিউইয়র্ক + পুয়ের্টোরিকান) ব্লগার মামিতা মালা জুনো নামক চলচ্চিত্র দেখতে সিনেমা হলে গিয়েছিলেন যার গল্পে একটি কিশোরী বিয়ে ছাড়া গর্ভবতী হয়ে যায়। একজন অবিবাহিত মা হিসেবে তিনি একটি লেখার কথা বলেন যেখানে বলা হয়েছে যে বেশ কিছু সাম্প্রতিক চলচ্চিত্রে এই ধরণের গর্ভধারনের পরে গর্ভপাত না করে সব কিছু ঠিক হওয়ার কথা বলা হয়েছে:
প্রথমে দেখার পর আমি মনে করেছিলাম আমার ১০ বছরের বাচ্চাকে নিয়ে যাই জুনো দেখতে। কিন্তু হঠাৎ করে থেমে গেলাম। আমার মেয়ে আর আমি যৌন মিলন, গর্ভধারণ আর গর্ভ নিরোধক নিয়ে আলোচনা করেছি কিন্তু গর্ভপাত নিয়ে না। আমি কি তার জন্য তৈরি আছি?
মা, গর্ভপাত কি? তুমি কি কখনো করেছ?
হ্যা, আমি তোমার সময় ভেবেছিলাম।
আমি অবশ্য এটা বলতাম না, অন্তত ওইভাবে না কিন্তু এই ধরণের একটা ব্যাপারে আমি আমার মেয়েকে কি জানাতে চাই? বিশেষ করে একটা সময়ে যখন গর্ভপাতের কাজ পাওয়া কঠিন, বিশেষ করে অন্য রঙের অল্পবয়সী মেয়েদের জন্য। এবং এমন একটা সমাজে যেখানে মেয়েদের যৌন ভোগ্য পণ্য হিসেবে দেখা হয় আর একই সাথে আশা করা হয় যে তারা নিজেদের পবিত্র রাখবে।
টিন্টা ডিজিটাল ব্লগে ইউজিনিও মারটিনেজ রোড্রিগুজ ভাবছেন (স্পানিশ ভাষায়) যে নারীবাদ নিয়ে পুয়েরটো রিকোতে যে নতুন জোয়ার এসেছে তা কতোটা নারী সাম্যের আর কতোটা নারী উচ্চতার। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই মহিলা সংস্করণ মাচোইজমের বিরুদ্ধে কোন প্রতিবাদ হবে কি না যেখানে এই কথা আসবে না যে মহিলাদের সমান অধিকার পাওয়া উচিত। তিনি জিজ্ঞাসা করেছেন,”বিকল্প কি? কিছুই না করা?”