উইন্ডো অন রাশিয়া মনে করছে সেইসব ঘটনা এবং পরিস্থিতির যা এক কালো শুক্রবার ঘিরে হয়েছিল, ২০ জানুয়ারী, ১৯৯০ যখন সোভিয়েত সৈন্যরা আজারবাইজানের রাজধানী বাকুতে তাদের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই ব্লগ বলছে যে এই দিনটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সমাপ্তি টেনে দিয়েছিল।