- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: ব্লগ থেকে বই

বিষয়বস্তু: মিশর, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য

ব্লগ হচ্ছে শুধু একটি মাধ্যম এবং এর বিষয়বস্তু সংবাদ, রিপোর্ট, রাজনৈতিক বিশ্লেষণ অথবা ফটোগ্রাফ যে কোন কিছুই হতে পারে। কিছু ব্লগার তাদের ব্লগে তাদের চিন্তাধারা প্রকাশ করে, ছোট গল্প বা কবিতাও বাদ যায় না। এবং এখন মিশরে, বিশেষ করে কায়রো বই মেলা যখন আসন্ন, অনেক প্রকাশকই এগিয়ে এসেছেন কিছু ব্লগের লেখাকে বই আকারে বের করতে।

ডিডো'স লাইফ [1] ব্লগের দিনা এল হাওয়ারী, এই বিস্ময় সম্পর্কে [2] লেখার ইচ্ছা প্রকাশ করেছেন:

وظهر في العقد الأول من الألفية الثانية حركة أدبية حديثة – لم يعرفها الناس من قبل – عرفت باسم التدوين، واتخذت الحركة أشكالاً متنوعة من الكتابة على مواقع التدوين المختلفة المتاحة على الشبكة العنكبوتية
وتطورت الحركة الأدبية سريعاً بمساعدة جيل المدونين الأول حتى توجت في عام 2008
باقبال كبرى دور النشر في مصر على تحويل المدونات الإلكترونية إلى أعمال أدبية في شكل كتب منشورة
وبدأت حركة النشر بكتاب أرز باللبن لشخصين للكاتبة رحاب بسام – و كتاب أما هذه فرقصتي أنا للكاتبة غادة محمد

তৃতীয় সহস্রবর্ষের প্রথম দশকে একটি নতুন ধরণের শৈল্পিক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি – এই আন্দোলন পূর্বে অজানা ছিল – এবং এটিকে এখন আমরা ব্লগিং বলে জানি। এই আন্দোলনে প্রাপ্ত লেখাগুলো বিভিন্ন আকার ধারন করেছে কারন ওয়েবে বিভিন্ন ধরনের ব্লগিং প্লাটফর্ম পাওয়া যায়।

ব্লগারদের প্রথম প্রজন্ম এই আন্দোলনে প্রভূত গতি সন্চার করেছে। ২০০৮ সাল থেকে বড় বড় প্রকাশনা সংস্থাগুলো [3] ব্লগ থেকে বই প্রকাশে আগ্রহী হয়েছে।

প্রথমে তারা প্রকাশ করছে রেহাম বাস্সামের [4] “দুধের সাথে ভাত” (আরবী ভাষায়) এবং ঘাদা মুহম্মদের [5] “দিস ইজ মাই স্টোরী”।

টীকা:

১। ব্লগের লেখা থেকে বই প্রকাশের (মিশরে) এটিই প্রথম ঘটনা নয়। মিনা গুয়ের্জেসের আল নবী আল আফ্রিকী [6] (আফ্রিকান নবী) হচ্ছে আরেকটি ব্লগ যার লেখা থেকে একটি বই বের করা হয়েছে বেশ আগে।

২। “দুধের সাথে ভাত” বা রোজ বেলাব্বান হচ্ছে একটি মিসরীয় ডেসার্ট (মিষ্টান্ন)।