আগামী মাসে অনুষ্ঠিতব্য আরমেনিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে নির্বাচনী অভিযান এক সপ্তাহ হলো শুরু হয়েছে। দ্যা আর্মেনিয়ান অব্জারভার জানাচ্ছে যে ইন্টারনেটকে অভূতপূর্ব ভাবে রাজনীতিকরণ করা হয়েছে। শুধু স্থানীয় ব্লগোস্ফিয়ারই রাজনৈতিক মেরুকরণে দুষ্ট তাই নয়, প্রার্থীরা অফিসিয়াল নির্বাচনী অভিযানের ওয়েবসাইট খুলছে, এবং মিডিয়া, সুশীল সমাজ এবং সরকার ইন্টারনেটের মাধ্যমে সাধারন জনগণকে তথ্য সরবরাহ করছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত রাখছে।