মরোক্কো: শুভ (ইসলামিক) নববর্ষ!

২০০৮ সালের আগমন উদযাপন করার পর মরোক্কোর ব্লগাররা এখন অন্য একটি বিষয়ে উত্তেজিত…হিজরাহ (আরবী) ক্যালেন্ডারের ১৪২৯ বর্ষ উদযাপন।

দ্যা ভিউ ফ্রম ফেজ ব্লগ তার সমস্ত পাঠকদের শুভ নববর্ষ জানিয়েছে:

মরোক্কো আজ ইসলামিক নববর্ষ উদযাপন করল এবং আমরা আমাদের সমস্ত পাঠকদের শুভ নববর্ষ জানাচ্ছি।

ব্রেভহার্টস ডাজ দ্যা মাঘরেব ব্লগ অন্যান্য সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের রীতি সম্বন্ধে জানাচ্ছে:

ইসলামী নববর্ষ শুরু হয় ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমের প্রথম দিন থেকে। এই দিনকে উদযাপন করা হয় নবী মোহাম্মদ (সা:) এর মক্কা থেকে মদিনা যাত্রাকে সম্মানের সাথে স্মরণ করার জন্যে। যেহেতু ৬৩৪ খ্রীষ্টাব্দে শুরু হওয়া ইসলামী চান্দ্র বর্ষপন্জী সৌর্য বর্ষপন্জী থেকে (প্রতিবছর) ১০-১২ দিন করে ছোট হয়, ছুটির দিনের পরিবর্তন প্রতিবছরই হয়।


ছবি: মোহাম্মাদ আল আমিন মসজিদ, বৈরুত -মুসলিমা ২০০৬ কর্তৃক প্রকাশিত এবং ক্রিয়েটিভ কমন্স-লাইসেন্সের আওতায় ব্যবহৃত

আঘারাস, লে দেলিরে মেজেক্রি (ফরাসি ভাষায়) ভিনগ্রহের মানুষদেরও শুভেচ্ছা জানিয়েছে:

Bonne Année Hijri 1429 pour toute la Blogoma, c’est l’occasion de vous souhaiter mes sincères souhaits de bonheur, une vie pleins de joie ; partage et amour pour mes lectrices et lecteurs de toute cette planète et pourquoi pas les marciens s’il arrivent a me lire

সমস্ত ব্লগোস্ফিয়ার (ব্লগোমা) কে হিজরাহ নতুন বছর ১৪২৯ এর শুভেচ্ছা। এটি একটি উপলক্ষ আপনাদের কে সুখী ও একটি আনন্দময় জীবনের জন্যে শুভেচ্ছা জানানোর, আর ভালবাসা রইল আমার পাঠকদের প্রতি, যারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছেন এবং কেন নয় মঙ্গল গ্রহেও যদি তারা আমার ব্লগ পড়তে পারে।

সবার শেষে চিতোয়েনমিদা পাঠকদের একটি সরল বার্তা পাঠিয়েছেন (ফরাসি ভাষায়) :

A l’ocaasion de la nouvelle année de l’Hégire,je présente mes voeux les plus sincères de bonheur, de santé et de prospérité à tous nos compatriotes, d’ici et d’ailleurs!

হিজরাহ নতুন বছরের উপলক্ষে আমার সব সাথীদের (কাছের এবং দুরের) সুখী, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের জন্যে আমার শুভেচ্ছা রইল।

5 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .