বিবিসির ম্যাথিউ কলিন তার ব্লগ ‘দিস ইজ তিবলিসি কলিং’ এ জানাচ্ছেন যে গত শনিবারের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সরকারী ভাবে জানানো হয়েছে। এই সংবাদ সব আন্তর্জাতিক মিডিয়াতে এমনিতেই জানানো হয়েছে যে মিখাইল সাকাশভিলি দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কিন্তু কলিন জানাচ্ছেন যে সব কিছু এখনও চূড়ান্ত হয়নি।