বাংলাদেশ: সাইক্লোন সিডরের দুর্গতদের জন্যে ত্রান কার্যক্রম

গত নভেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশে সাইক্লোন সিডর আঘাত এনেছিল এবং যদিও মিডিয়ার চোখ এর থেকে সরে গেছে দুর্গতদের ত্রান দেয়ার কার্যক্রম এখনও চলছেআনকালচার্ড প্রজেক্টের শন বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন দারিদ্র দুর করার জন্যে ঢাকা, বাংলাদেশে তার আসা নিয়ে।

বাংলাদেশ পৃথিবীর ৭ম জনবহুল দেশ যার অধিকাংশ অধিবাসীই দিনে দুই ইউ এস ডলারের নীচে আয় করে। শন তার আনকালচার্ড প্রজেক্টের মাধ্যমে এইসব এবং অন্যান্য সমস্যা বোঝার চেষ্টা করে।

এই আনকালচার্ড প্রজেক্ট ভিডিওতে যার শিরোনাম “সাইক্লোন সিডর বিপর্যয় – সেভ দ্য চিল্ড্রেন এর সহায়তায় শিশুদের সাহায্য করা” শন দুর্গত এলাকার ছবি তুলেছেন। তিনি ধারন করেছেন তার ভিডিওতে সেইসব আশ্রয়স্থানের যেখানে সেই শত শত শিশুদের রাখা হয়েছে, যাদের কেউ কেউ দ্বিতীয়বারের মত এতিম হয়েছে। শন তার নিজের পয়সা খরচ করে কম্বল এনেছিলেন তাদের জন্যে এবং সেইভ দ্য চিলড্রেনের সহায়তায় বানানো এই সাময়িক আশ্রয়স্থলে থাকা এতিমদের বিলিয়ে দিয়েছেন।


এ ছাড়া (ইউটিউবে পাওয়া) সাইক্লোন সিডর পরবর্তী অন্যান্য কিছু ভিডিও হচ্ছে আল জাজিরা ইংরেজী সংবাদ চ্যানেলের খবরের ফুটেজ যেখানে মৎসজীবিদের জীবন ঝড়ে কিভাবে বিপর্যস্ত হয়েছে তা দেখানো হয়েছে। নৌকা এবং জালের অভাবে তারা মাছ ধরতে পারছে না। তাদের সর্বস্ব: হারিয়ে ভেঙ্গে যাওয়া নৌকা এবং ছিড়ে যাওয়া জাল ঠিক করার টাকাও জোগাড় করতে পারছে না। আরেকটি ভিডিও হচ্ছে আর্কোদ্বীপের যেখানে সবার কাছে বাংলাদেশের সিডরের দুর্গতদের জন্যে সাহায্যের আহ্বান করা হচ্ছে যাতে তারা নিজের পায়ে দাড়াতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .