আরবদেশঃ চমৎকার একটি নতুন বছর হোক আপনাদের

নতুন বছরের শুরুটা হচ্ছে সেই সময় যখন ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে ভবিষ্যতের জন্য নতুন সিদ্ধান্ত নেয়া হয়। দেখা যাক আরব ব্লগাররা কি বলছেন যখন পৃথিবী ২০০৭ সালকে বিদায় জানিয়ে ২০০৮ সালকে স্বাগত জানাচ্ছে।

মিশরঃ

দ্য বিগ ফারাও গত হয়ে যাওয়া বছরটি নিয়ে আলোচনা করেছেন, যার মাধ্যমে আমরা লেবাননের স্থবিরতা, ইরাকের সংঘর্ষ আর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্বন্ধে আরও জানতে পারি। শেষেরটার ব্যাপারে তিনি লিখেছেনঃ

হোয়াইট হাউসে একজন মহিলা প্রেসিডেন্টের কথা চিন্তা করলে আমি উত্তেজিত হই কিন্তু আমার মনে হয় ক্লিন্টন এই পদের জন্য উপযুক্ত নন। নভেম্বরের ৪ তারিখে আমি জন ম্যাক্কেইন নিবাচিত হোক তাই চাইবো। সে একমাত্র লোক যার অভিজ্ঞতা আছে এই পদে থাকার। আমি জানি গোড়া রিপাব্লিকানরা ম্যাক্কেইনকে নিয়ে উৎসাহী না , কিন্তু জরীপ দেখায় যে বর্তমানে সেই হিলারিকে পরাজিত করতে পারে।

মিশরের ব্যাপারে দ্য বিগ ফারাও বলেছেনঃ

২০০৭ সালে আমার দেশে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। যা হোক, আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যা ঘটেছে তা হলো শ্রমিক আর সরকারী কর্মচারিদের প্রতিবাদ। মনে হয় এমন আরো হবে যদি সরকার ভর্তুকী নিয়ে আরো হেলাফেলা করে।

ইরাকঃ

ইরাক পন্ডিত তার লেখায় দেখেছেন মিডিয়া কি ভাবে যুদ্ধ বিদ্ধস্ত ইরাকে নতুন বছর উদযাপনকে তুলে ধরেছে। তিনি শেষ করেছেন এই বলেঃ

এটিকে আমি প্রথম সারির রিপোর্টিং বলি। পুলিতজার যাতে পান সেই শুভেচ্ছা থাকলো।

দুবাইঃ

এএম, যিনি দুবাইতে থাকেন ভেবেছিলেন যে কাজের বাইরে এইবার প্রথম তিনি নতুন বছর উদযাপন করতে পারবেন। তিনি ব্যাখ্যা করেছেন:

গত ১০ বছর ধরে নতুন বছরের রাতে কাজ করার পর দেখলাম যে এবার এইদিনে আমি আমার চেয়ারে বসে শান্ত পরিবেশে এক কাপ কফি উপভোগ করছি। আমার সামনে পনির এর ট্রে আর এক বোতল পিনোট গ্রিগিও (মদ) নিয়ে বসে রিমোট কন্ট্রোল আর সেল ফোন নিয়ে বসে মনে হচ্ছিল যে একটা স্বপ্ন সত্যি হচ্ছে একজন ডিউটি বিহীন হোটেল ম্যানেজার এর জন্য বিশেষ করে পরিবারের সাথে অনেক হই হুল্লোরে ভরা ক্রিসমাসের ডিনার শেষে।

এই ব্যস্ত হোটেল ম্যানেজার রাত কিভাবে কেটেছে জানার জন্য পুরো লেখা পড়ুন।

সংযুক্ত আরব আমিরাতের একজন ডাক্তার ই৩য়াশিগ তার নতুন বছরের সংকল্পের কথা জানিয়েছেন। সেগুলো হলো:

- একজন ভালো মানুষ হওয়া যে তার পাশের মানুষকে বেশি সাহায্য করতে পারে আর তার কাছে মানুষ আসতে পারে।

- সময় মতো প্রার্থনা করা

- সবার সাথে মেশা

- মিলিটারি ট্রেনিং শেষ করা যা আমার মাথার উপর কয়েক বছর ধরে ঝুলছে

- নতুন একটা ব্যবসা শুরু করা

লেবাননঃ

আহমাদ যিনি কোল্ড ডেজার্টে ব্লগ করেন ভাবছেন যে মানুষ নতুন বছর পালন করে কেন। তিনি লিখেছেনঃ

- এদিন আপনি আপনার অংক ঝালিয়ে নিতে পারেন কারন কাউন্টডাউন করতে হয় মধ্যরাতের আগে।

- আপনারা সীমা পরীক্ষার কোন সুযোগ ছাড়বেন না। আপনার মদ্যপানের সীমা এইদিন দেখতে পারেন। কতোটা খেলে আপনি মাতাল হবেন?

- গ্রেগোরীয়ান বছর শেষ করার এর থেকে আর ভালো কি উপায় থাকতে পারে, রেস্টুরেন্ট আর পাবে কিছু টাকা দিয়ে পরের বছর তারা যাতে আর একটু ধনী অবস্থায় শুরু করতে পারে সে ব্যবস্থা করা? এটা ভুলবেন না যে আপনি নতুন গায়ক আর নৃত্যশিল্পীদের সাহায্য করবেন তাদের স্বল্প রুজিতে কিছু অর্থ সমাগম ঘটিয়ে।

তার বাকি লেখা পড়েন জানার জন্য যে নতুন বছর কেন উদযাপিত হয়।

সিরিয়াঃ

সিরিয়ান ব্লগার ইয়াজান যিনি জাপানে থাকেন একটি চমৎকার ২০০৮ সাল আশা করছেন। তিনি লিখেছেন:

আমি কোন কারনে বিশ্বাস করি যে ২০০৮ চমৎকার একটি বছর হবে। আর এটি এভাবেই শুরু হয়েছে। আমার খুব ভালো ভাবে এই বছর শুরু হয়েছে, আর আশা করি অন্যান্যদেরও তাই হয়েছে। আমি এতেই খুশি যে ২০০৭ কে খারাপ স্মৃতির আস্তাকুড়ে ফেলে দিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যেতে পারছি।

সিরিয়ার ফটোব্লগার হোভিক তাদের দেশে নতুন বছর উদযাপনের কিছু ছবি দিয়েছে

জর্ডানঃ

জর্ডান থেকে হারিগা তার পাঠকদের শুভ নববর্ষ জানিয়েছেন। তিনি লিখেছেনঃ

লোকে বলে ”আশা করি তুমি একটি চমৎকার নতুন বছর পাবে।” আমি সবাইকে একটি সফল, গ্রহনযোগ্য কোন বড় ধরনের বিপর্যয় ছাড়া নতুন বছরের অভিনন্দন জানাচ্ছি।

লিবিয়াঃ

সবার শেষে লিবিয়া থেকে খাদিজা তেরি তার বছর শেষ করেছেন একটি প্রশ্ন উত্তর পর্ব দিয়ে। তার ১৮টা প্রশ্নের মধ্যে আছেঃ

১৬। গত বছর আপনি কি হারিয়েছেন?

গাড়ির চাবি! আমি খান্ডারা হাসপাতালে একজনকে দেখতে গিয়েছিলাম আর চাবি আমার পকেটে ছিল। বাইরে যখন আসলাম তখন চাবি নেই আর এটি একটি মহা বিরক্তির কারন ছিল কারন তাতে গাড়ির এলার্ম ছিল আর আমাকে চাবি আর এলার্ম দুটোই পাল্টাতে হলো। আর এলার্ম পাল্টাতে আমি সময় নিয়েছিলাম, পাল্টালাম তখন যখন গাড়ি ভেঙ্গে আমার স্টিরিও নিয়ে গেল।

আপনাদের সবাইকে শুভ নববর্ষ!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .