- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: তিনটি সহজ পদক্ষেপে নিয়ন্ত্রিত ইন্টারনেট

বিষয়বস্তু: জাপান, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রযুক্তি, বাক স্বাধীনতা, সরকার

জিয়াকু  ব্লগে প্রকাশিত একটি রিপোর্টে [1] বলা হয়েছে জাপানী সরকার অচিরেই ওয়েবের তথ্য নিয়ন্ত্রন করা, ১৮ বছরের নীচের মোবাইল ফোন ব্যবহারকারীদের নিয়ন্ত্রন করা এবং ফাইল আদানপ্রদানজনিত কপিরাইট আইন সংশোধনের পদক্ষেপ নিচ্ছেন।