ফ্রান্সিস ওয়েড পোস্ট করেছেন দেশে ফিরে যাওয়া এক জামাইকান নাগরিক কর্তৃক সম্পাদকের প্রতি একটি চিঠি যা ইতোপূর্বে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঐ জামাইকান লিখেছেন যে উচ্চ শিক্ষা সেরে দেশে ফিরে তিনি উপযুক্ত চাকরি পাচ্ছেন না ফলে শিক্ষিত জামাইকানরা কেন বিদেশে থেকে যাবে না এই যুক্তি খন্ডাতে পারছেন না।