- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনদেশ: হাসপাতাল স্থানীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে

বিষয়বস্তু: চীন, শ্রম, স্বাস্থ্য

গত মাসে গ্রাম থেকে আসা এক শ্রমিক চাকুরিদাতার কাছ থাকে তার পাওনা ১০০০ ইউয়ান পারিশ্রমিক আদায় করতে না পেরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে ইউনান ও সেনজেন স্থানীয় সরকার হাসপাতালে পাঠায় এই প্রতিশ্রুতি দিয়ে যে তার সমস্ত খরচ তারাই বহন করবে। এই রোগীর পেছনে হাসপাতালটি এক মাসে প্রায় ৭ লাখ ইউয়ান খরচ করে তাদের প্রায় পথে বসার অবস্থা। এই দুই স্থানীয় সরকার থেকে টাকা পাওয়ার আশ্বাস না পেয়ে হাসপাতালটি সরকার দুটির বিরুদ্ধে মামলা করে।

ব্লগার লুই জিয়াওইউয়ান  মন্তব্য করছেন (চাইনিজ ভাষায়) যে সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে হাসপাতালকে ঐ শ্রমিকের চিকিৎসার খরচ মিটিয়ে দেয়া [1]