পোল্যান্ড: ভুট্টোর ট্রাক্টর দূর্নীতি

দ্য বিটরুট  ব্লগ ১৯৯০ সালের পোল্যান্ড নির্মিত উরসাস ট্রাক্টর দূর্নীতি নিয়ে লিখছে যেটিতে বেনজীর ভূট্টোও জড়িত ছিলেন বলে ধারনা করা হয়: “বেনজীর পাকিস্তানের দরিদ্র কৃষকদের জন্যে আওয়ামী ট্রাক্টর স্কীম চালু করেছিলেন এবং এগুলো কেনার জন্যে ৭.১৫% কমিশন নিয়েছিলেন দারগাল এসএ নামক কোম্পানীর দুই প্রধান ব্যক্তি জেনস শ্লেগেলমিলশ এবং দিদিয়েখ প্লান্তাঁর কাছ থেকে। উক্ত কোম্পানীটি উরসাস ট্রাক্টর সরবরাহ করার জন্যে পাকিস্তান থেকে প্রায় দুই কোটি ডলারের কন্ট্রাক্ট পেয়েছিল।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .