- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পুয়ের্টো রিকো, ত্রিনিদাদ এবং টোবাগো, পাকিস্তান: শান্তিতে থাকুন ভুট্টো

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা, ত্রিনিদাদ ও টোবাগো, পাকিস্তান, পুয়ের্টো রিকো (us), আইন, তাজা খবর, রাজনীতি, লিঙ্গ ও নারী

“বেনজীর ভুট্টো আমার জন্যে একটি অনুপ্রেরনা ছিল। তিনি ভয়ন্কর ছিলেন, তিনি শক্ত ছিলেন। তিনি সুন্দরী ছিলেন, বুদ্ধিমতী এবং নির্ভয় ছিলেন।”  পুয়ের্টো রিকোর ব্লগার লিজা সাবাতার [1] ভুট্টোকে একজন নারী বীর হিসেবে অভিহিত করেছেন।  ওদিকে ত্রনিদাদ থেকে ব্লগার কফিওয়ালাহ [2] মন্তব্য করছেন, “মিসেস ভুট্টো যেমনই হোন না কেন তিনি  পাকিস্তানের ধণাত্মক পরিবর্তনের জন্যে সর্বদাই চেষ্টা করে গেছেন।”