আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর আততায়ীর হাতে মৃত্যুর ঘটনা নিয়ে সারা বিশ্বের বিপুল সংখক ব্লগার মতামত দিচ্ছেন। আমরা একটি বিশেষ প্রতিবেদন পাতা খুলেছি যেখানে পাকিস্তান ও দক্ষিন এশিয়ার অন্যান্য অন্চলের ব্লগারদের প্রতিক্রিয়া ও মতামত আমরা লিপিবদ্ধ ও সাম্প্রতীকিকরন করছি। এতে আমাদের করা বিভিন্ন কাভারেজও থাকছে। আরও তাজা খবরের জন্যে এই বিশেষ প্রতিবেদন পাতাটি দেখুন।