স্রেব্রেনিচা জেনোসাইড ব্লগ রিপোর্ট করছে দ্রাগোমির মিলেসোভিচের সাজা সম্বন্ধে [1]। ১৯৯৪ সালের আগস্ট থেকে ১৯৯৫ সালের শেষভাগ পর্যন্ত সারায়েভো এবং এর জনগনের প্রতি কামানের গোলা দাগানো এবং সন্ত্রাসী অভিযান চালানোর অভিযোগে তার সাজা হয়।
বসনিয়া ও হার্জাগোভিনা: দ্রাগোমির মিলেসোভিচের ৩৩ বছরের সাজা হয়েছে
· লিখেছেন Veronica Khokhlova অনুবাদ করেছেন রেজওয়ান
বিষয়বস্তু: বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, আইন, ইতিহাস, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি