চীন: ম্যাকাও পুলিশের সাথে পর্যটকদের সংঘাত

ম্যাকাও তে চীনা মূলভূমির পর্যটকদের সাথে সেখানকার দাঙ্গা পুলিশের সংঘাত হয়েছে (এক নতুন বার্তায় ম্যাকাও অস্বীকার করেছে যে তারা দাঙ্গা পুলিশ ছিল, বরং তারা নাকি কাছেই প্রশিক্ষণরত বিশেষ পুলিশ বাহিনী ছিল )।

খবরে বলা হয়েছে যে প্রায় ১০০ জনের একদল মূলভূমির পর্যটকদের সাথে ম্যাকাও এর দর্শনিয় স্থানে স্থানীয় টুর গাইডদের সাথে বিতর্কের সৃষ্টি হয়। পর্যটকরা দাবী করেছে যে তাদেরকে বলা হয়নি এমন সব ভ্রমনের জন্য অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়েছে (যাতে গাইডরা বেশি উপার্জন করতে পারে)। টাকা না দিলে তাদেরকে রাতের খাবার আর থাকার জায়গা না দেয়ার ভয় দেখানো হয়। ক্ষুব্ধ পর্যটকরা এটা নিয়ে গাইডদের সাথে তর্কে জড়িয়ে পড়ে আর একজন পুলিশ এসে উপস্থিত হন, কিন্তু ঝামেলার মধ্যে চারজন পর্যটক নেতাদের মধ্যে একজন ধাক্কাধাক্কিতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। কয়েকজন পর্যটক পুলিশকে তাদের প্রতি সহিংসতার আশ্রয় নেয়ার অভিযোগ করেন, আবার এটাও শোনা যাচ্ছে একজন নেতা পুলিশকে চড় মেরেছে। এর পরপরই ১০ জনের বেশি পুলিশ অফিসার এসে যায়।

যখন বিরক্ত পর্যটকরা প্রথম পুলিশকে ঘিরে ধরে যাতে সে না সরে যেতে পারে তখন দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর অতিরিক্ত ৩০ জন দাঙ্গা পুলিশ সেখানে আসে। রাত ৯টার মধ্যে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আর ৪ জন পর্যটককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এই বৃদ্ধা মহিলার অভিযোগ পুলিশ নিরস্ত্র পর্যটকদের শান্ত করতে বল প্রয়োগ করেছে।

পর্যটকরা পুলিশদের ঘিরে রেখেছে।

ধাক্কাধাক্কিতে একজন পর্যটক জ্ঞান হারিয়েছেন

একজন পর্যটক হুমকি দিচ্ছেন যে বাড়ি ফিরে তিনি এই ঘটনার কথা জনসাধারনকে বিস্তারিত জানাবেন।

ছবিগুলো এইখান থেকে নেয়া হয়েছে: http://www.chinanews.com.cn/

আরও বিস্তারিত সংবাদের জন্যে এখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিভিন্ন জনের মন্তব্য

খবরে দুটো মূল শব্দ ছিল, ম্যাকাও আর মূলভূমি, যার ফলে ইন্টারনেটে দ্রুত প্রতিক্রিয়া হয়েছিল। প্রথমদিকের মন্তব্য ছিল রাগ আর অসন্তোষের।

১৬৩.কম ব্লগে ৫০০ এর বেশি মন্তব্য পরেছে এই ঘটনা নিয়ে লেখায়। নেটে এই মন্তব্যকারীদের অবস্থান দেয়া আছে।

গুয়ান্গঝো থেকে একজন নেটিজেন বলেছেন :

ম্যাকাও আর হংকং চীনের। তারপরও আমরা, চীনারাও সেখানে যাওয়ার সময় প্রত্যেকবার তথাকথিত পারমিট নিতে হয়। এর মানে কি? দৃঢ়ভাবে এই দুই জায়গায় যাওয়া বন্ধ করা উচিত।

আমেরিকার একজন নেটিজেন বলেছেন :

ম্যাকাও এর টুর গাইডরা খুব খারাপ।

হেই লংজিয়াং এর একজন নেটিজেন বলেছেন :

(মুলভুখন্ড থেকে) পানি আর বিদ্যুত বন্ধ করে দেয়ার পর দেখি তার পরও তোমরা এমন থাকতে পার কিনা। তোমরা মাটিতে তখন হামা গুড়ি দেবে!

শি জিয়াঝুয়াং থেকে একজন নেটিজেন বলেছেন :

মূলভূমির সেনাবাহিনী দ্বারা ম্যাকাও আর হংকং এর সেনাশিবির ভর্তি করা হোক। তারপরও কি ওদের এতো সাহস থাকবে?

কিন্তু সবাই শুধু পর্যটকদের পক্ষে বলেননি। তারা টুর গাইডদের দু:খের কথাও বোঝার চেষ্টা করতে বলেছে।

জিন হুয়ার একজন নেটিজেন বলেছেন :

হা! হংকং এর টুর গাইডরা বিক্রেতাদের কাছ থেকে কমিশন নিয়েছে আর কি করে ম্যাকাওতে যারা আছে তারা চিন্তিত হবে না? যে টুর গ্রুপে তারা যোগ দিয়েছে তার নাম ”সেল্ফ এক্সপেন্স শপিং গ্রুপ”। ম্যাকাও আর হংকং এ ৭ দিনের একটা সম্মিলিত ভ্রমনে একজনের খরচ হয় প্রায় ২০০০ আরএমবি। চিন্তা করে দেখেন! যদি আপনি কিছু না কেনেনও, এই খরচে ফিরতি টিকিটও হয়না।

গুয়ান্গঝো এর একজন নেটিজেন বলেছেন:

পৃথিবীতে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। ম্যাকাও ভ্রমন মাত্র কয়েক শ আরএমবি তে? এরকম তো আপনার প্রাপ্য!

হুবেই থেকে এই উত্তর :

শেষ পর্যন্ত ভুলটা অবাস্তব একটি ভ্রমন ব্যবস্থার আর দুই শহরের পরিবেশের উপর। মূলত: তারা কম দামে সেবার কথা বলে পর্যটক আকর্ষন করে আর কেনাকাটা করিয়ে বিক্রেতাদের কাছ থেকে কমিশন নিয়ে তা পোষায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .