- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: জাপানী ব্লগের উপর ওয়াশিংটন পোস্ট

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, জাপান, যুক্তরাষ্ট্র, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি

ওয়াশিংটন পোস্টের একটি লেখায় [1] জাপানী ব্লগারদের বর্ণনা করা হয়েছে ”ওয়েবের বিনয়ী দৈত্য” হিসেবে , একটি বিশেষত্ব যা ব্লগার আদামু  তার মিউটান্ট ফ্রগ ট্রাভেলগ  ব্লগের একটি লেখায় কটাক্ষ করেছেন [2] ভুল আর একতরফা ধারনা হিসেবে। তিনি লিখেছেন : ”জাপানীদের এই নম্র দার্শনিক হিসাবে দেখানো আর আমেরিকানদের নিজেকে করা ষন্ডা মার্কা হিসাবে দেখানো সম্পূর্ণ ভুল”। তিনি এর উদাহরন হিসেবে দিয়েছেন জাপানে ওয়েব সেন্সরশীপের [3] যে পরিকল্পনা হচ্ছে তার আর সাম্প্রতিক ’টেরাবুতাদন ঘটনার [4]‘।