জাপান: জাপানী ব্লগের উপর ওয়াশিংটন পোস্ট

ওয়াশিংটন পোস্টের একটি লেখায় জাপানী ব্লগারদের বর্ণনা করা হয়েছে ”ওয়েবের বিনয়ী দৈত্য” হিসেবে , একটি বিশেষত্ব যা ব্লগার আদামু  তার মিউটান্ট ফ্রগ ট্রাভেলগ  ব্লগের একটি লেখায় কটাক্ষ করেছেন ভুল আর একতরফা ধারনা হিসেবে। তিনি লিখেছেন : ”জাপানীদের এই নম্র দার্শনিক হিসাবে দেখানো আর আমেরিকানদের নিজেকে করা ষন্ডা মার্কা হিসাবে দেখানো সম্পূর্ণ ভুল”। তিনি এর উদাহরন হিসেবে দিয়েছেন জাপানে ওয়েব সেন্সরশীপের যে পরিকল্পনা হচ্ছে তার আর সাম্প্রতিক ’টেরাবুতাদন ঘটনার‘।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .