[গ্লোবাল ভয়েসেসের বিশেষ আকর্ষণ] ওয়াদা মাসরিয়ার সাক্ষাতকার – একজন মিশরী নারী

সম্প্রতি আমি যে নিউ মিডিয়া ওয়ার্কশপ পরিচালনা করেছিলাম মিশরের আলেকজান্দ্রিয়ায় প্রায় সবাই সেখানে সম্মান জানিয়েছে শাহিনাজ আবদেলসালাম কে যাকে ব্লগের জগতে ‘ওয়াহদা মাসরিয়া – একজন মিশরী নারী‘ হিসাবে সবাই চেনেন। একমাত্র আলেজান্দ্রিয়ার স্থানীয় আর দলের মধ্যে অল্প কয়েকজন অভিজ্ঞ ব্লগারদের একজন হিসাবে শাহিনাজ বেশিরভাগ অংশগ্রহনকারীদের জন্য সাহস যুগিয়েছেন আর মানবাধিকার ও প্রকাশের স্বাধীনতা রক্ষার অংগীকারের প্রতীক হিসাবে দেখা দিয়েছেন ।

নিউজল্যাব ব্লগে ডেলপাইন নেরবলিয়েখ শাহিনাজের সাথে তার স্বাক্ষাতকারের কথা বলেছেন । শাহিনাজ পারিবারিক ঐতিহ্য ভেঙে তার শহর ছেড়ে চলে আসেন ২০০৫ সালে আর এখন কায়রোতে স্বাধীনভাবে থাকেন । এই ২৯ বছর বয়সী অরেন্জ কোম্পানীতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন যে চাকরি তাকে বেশ কিছু ন্যায়ের প্রশ্নের মুখোমুখি করেছে । ”অরেঞ্জ এই দেশে এসেছে যাতে ইঞ্জিনিয়ারদের কম বেতন দিতে হয় আর আমি এই ধরনের জিনিষের বিরুদ্ধে,” তিনি বললেন । ” কিন্তু আপনাকে তার পরও বাঁচতে হবে, তাই না?” মিশরের বেশিরভাগ মুসলিম মহিলাদের থেকে আলাদা শাহিনাজ কখনও মাথায় স্কাফ বা বোরখা পরেননি আর ভবিষতেও পরবেননা ।

গ্লোবাল ভয়েসেস শোর এই বিশেষ অনুষ্ঠানে শাহিনাজ ব্লগিং এর পিছনে তার নিজের কারন ব্যাখ্যা করেছেন, বলেছের মিশরী ব্লগাররা কি ধরনের বিপদের সম্মুখীন হন যখন তারা সাহস করে কর্তৃপক্ষের সমালোচনা করেন। আরো আলোচনা করেছেন বন্ধু , বন্দী ব্লগার কারিম আমির (যাকে লেখার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন ) এবং মিশরে বিপ্লবী কর্মিদের ব্লগিং এর চিত্র নিয়ে কথা বলেছেন ।

[display_podcast]

- স্বাক্ষাৎকার গ্রহনে জর্জিয়া পপলওয়েল

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> abdurrob

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .