- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কোরিয়াঃ কোরিয়ান টেলিভিশনে বিদেশীরা

বিষয়বস্তু: দক্ষিণ কোরিয়া, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা

সম্প্রতি কোরিয়ায় একটি টেলিভিশন অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছে যেখানে এমন বিদেশী মহিলাদের আনা হয় যারা কোরিয়ান ভাষা বলতে পারে আর কোরিয়ার সমাজ আর সংস্কৃতি নিয়ে মন্তব্য করতে পারে । অংশগ্রহনকারীরা তারকা খ্যাতিতে পৌঁছে গেছেন তাদের উত্তেজক পোষাকের জন্যে। টেলিভিশনের দর্শকরা অনুষ্ঠানটা পছন্দ করেছে আর এর থেকে কি গ্রহন করা যায় তা নিয়ে আলোচনা করছে; কিন্তু ভিন্ন মতও আসছে।

একজন নেটিজেনের মতামত [1] বিতর্কের সৃষ্টি করেছে।

“সুন্দরীদের সাথে কথা” অনুষ্ঠানটির নাম যেখানে বিদেশী অবিবাহিত মহিলারা কোরিয়াতে তাদের অভিজ্ঞতা আর কোরিয়ার সমাজ আর সংস্কৃতি নিয়ে কথা বলে। অনুষ্ঠানটির উদ্দেশ্য হলো নিজেদের দিকে ফিরে দেখা আর অন্য সংস্কৃতি সম্বন্ধে জানা। কিন্তু আসল উদ্দেশ্য মনে হচ্ছে পাশ কাটানো হচ্ছে। বা হয়তো প্রথম থেকেই এটি ভুল ছিল। আমি যখন প্রথম অনুষ্ঠানটি দেখি, মেদহীন আর উত্তেজক পোশাক পরা একদল মহিলা দেখে সন্তুষ্ট ছিলাম। এমন লোক কম পাওয়া যাবে যারা ওই মহিলাদের দিকে ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকবে। কিন্তু চিন্তা করলে এটি একটা খুব বানিজ্যিক অনুষ্ঠান। যেমন পশ্চিমের ছেলেদের পূবের মেয়েদের প্রতি আর পূবের ছেলেদের পশ্চিমের মেয়েদের প্রতি একটা যৌন আকর্ষন থাকে। এই অনুষ্ঠান সেই মানসিকতার ব্যবহার করে। আমি কি বেশি বলব যদি বলি যে এই অনুষ্ঠান বিদেশী মহিলাদের দিকে যৌন আকর্ষনের সহায়ক?

যদি অনুষ্ঠানের উদ্দেশ্য হয় কোরিয়ার সংস্কৃতি আর সমাজ সম্বন্ধে মতামত নেয়া আর অন্য সংস্কৃতি সম্বন্ধে জানা তাহলে মধ্য বয়সী বা বৃদ্ধ বিদেশীরা কি দোষ করেছে? বাচ্চাদের কেন আনা হয়না?

বিভিন্ন বয়স আর জাতি হলে কেমন হয়? সম্প্রতি তারা বেশি শরীর উন্মুক্ত করা পোশাক পরছে। তাদের খোলামেলা পোষাকের কারনে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ আর বানিজ্যিক হচ্ছে। আমি তাদেরকে সুযোগ নিয়ে বিনোদনে নামার কারনে দোষ দেইনা, কিন্তু এর ফলে সব অংশগ্রহনকারী একই স্টাইল বরন করে নিতে পারে। প্রযোজক বলেছেন যে অংশগ্রহনকারী পাওয়া মুশকিল কারন তারা মনে করে যে কোরিয়া সম্বন্ধে বিদেশীরা সমালোচনা করলে কোরিয়ানরা তাদেরকে দোষ দেবে। তারা কি করে এটা বলতে পারে? অংশগ্রহনকারী কম পাওয়ার কারন তারা সুন্দর আর অবিবাহিত তরুনীদের মধ্যে তাদের খোঁজা সীমিত রাখে।

আমার মতে এই অনুষ্ঠান দ্রুত শেষ হওয়া উচিত। ৫০ বারের মতো তারা কোরিয়ার সংস্কৃতি নিয়ে কথা বলেছে যা যথেষ্ট। সম্প্রতি এটি যৌনাবেদনময়ী আর সুন্দরী মহিলাদেরকে গুরুত্ব দিচ্ছে আর সংস্কৃতি নিয়ে আলোচনা কম গুরুত্ব পাচ্ছে। প্রযোজক এমন অংশগ্রহনকারী খুঁজছে না যারা কোরিয়ার সংস্কৃতি নিয়ে ভালো কথা বলতে পারে আর একই সাথে যৌনাবেদনময়ী আর সুন্দরী। সৌন্দর্য এই দুনিয়ায় সব কিছুকে ক্ষমা করিয়ে নিতে পারে কিন্তু আমরা এমন একটা অনুষ্ঠান দেখতে চাই যেখানে ছেলে, মেয়ে, বুড়ো, তরুন, জাতি ও শ্রেনী ভেদে অংশগ্রহনকারীরা ভালো আর মনে রাখার মতো ঘটনা বলবে।

অনেক নেটিজেন মনে করেন যে উদ্দেশ্যটা নতুন আর ভালো, কিন্তু বেশী বানিজ্যিক দিকটায় তাদের আপত্তি [2]:

এর ওয়েবপেইজ অনুযায়ী “সুন্দরীদের সাথে কথা” প্রযোজনার উদ্দেশ্য হলো যে ক্রমবর্ধমান বিদেশী অভিবাসীদের নিয়ে এই অনুষ্ঠান তাদের অভিজ্ঞতা আর মতামত কোরিয়ান শ্রোতাদের জানায়। প্রায় ৫০০,০০০ বিদেশী অভিবাসী আছে কোরিয়ায়। অংশগ্রহনকারী র সংখ্যা ০.০১% এর কম আর এখন তারা নিয়মিত। অবশ্য এদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় হয়ে যায় আর মানুষ তাদেরকে পরবর্তী অনুষ্ঠানে দেখতে চায় কিন্তু অংশগ্রহনকারী আরো হওয়া উচিত না? অন্তত প্রতি মাসে পালটানো উচিত কারন অনেক বিদেশী আছে।

অন্যদিকে একজন নেটিজেন বলেছেন যে এই অনুষ্ঠান অ-কোরিয়ানদের প্রতি তার দৃষ্টিভঙ্গী কি ভাবে পাল্টিয়েছে [3]

আমি কালো আর সাদা মেয়েদের সাথে কথা বলতে ভয় পেতাম। আমি তাদের চোখের দিকে পর্যন্ত তাকাতে পারতাম না। অনুষ্ঠানটি দেখে আমার মনে হলো তারা আমাদের মতই মানুষ। এখন রাস্তায় তাদের সাথে দেখা হলে আমি কথা বলতে পারি, আমার ভয় লাগে না। আমি এই অনুষ্ঠানের প্রশংসা করি যা বিদেশী মহিলাদের সম্বন্ধে আমার ভীতি দূর করেছে।

কিন্তু অনুষ্ঠানের বিশেষত্বটা অনেক নেটিজেন সমালোচনা করেছেন [4]

প্রথমে আমার মনে হয়েছিল এটি বেশ কড়কড়ে। বিদেশিরা কোরিয়ানদের সম্পর্কে ভালো কোরিয় ভাষায় বলবে। অন্য কেউ কি এতোটা চিন্তিত হবে যে আমরা তাদের চোখে কেমন তা জানার জন্য?

যাই হোক চিন্তাটা ভালো কাজ করেছে।

কিন্তু আমি যতো দেখি ততো বিভ্রান্ত হয়ে যাই যে এটা কি মনোরঞ্জনের অনুষ্ঠান নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান। নাকি এটি বিদেশী সুন্দরী আর কোরিয়ান পুরুষ উপস্থাপকদের জুটি বাঁধার অনুষ্ঠান?

এই মহিলারা সাধারন মানুষ যারা সৌভাগ্যক্রমে টেলিভিশনে এসেছে আর কোরিয়ান ভাষা শেখার সুযোগ পাচ্ছে। আপনারা কি কখনো কোরিয়ানদের দেখেছেন অন্য দেশে তাদের ভাষা শেখার জন্য গিয়ে তারকা হয়ে যেতে?

সত্যি বলতে বিদেশী মহিলাদের কাছ থেকে সীমিত দৃষ্টিভঙ্গি ঠিক না। আমাদের উচিত দক্ষিন-পূর্ব এশিয়া থেকে আসা শ্রমিকদের কথা শোনা যারা কোরিয়ান ভাষা ভালো বলতে পারে আর কোরিয়া সম্বন্ধে সাহায্য করার মতো কথা বলতে পারে…